নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে হাইস্কুল শিক্ষকদের চাকুরি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল আলিপুরদুয়ারে।
এদিন আলিপুরদুয়ারের নিউটাউন গার্লস হাইস্কুলের অডিটোরিম হল ঘরে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
মূলত সার্ভিস বুক,পেনশন, ছুটি সহ নানান বিষয়ে কোন ক্ষেত্রে কিভাবে কি করতে হয় সেই বিষয়ে বিস্তারিতভাবে নির্দিষ্ট বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষকরা আলোচনা করেন।
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলার সভাপতি কনৌজ বল্লভ গোস্বামি বলেন,“শিক্ষক সংগঠনের মুল দায়িত্বই হচ্ছে শিক্ষকদের বিভিন্ন সমস্যায় পাশে থাকা।
আরও পড়ুনঃ কামাখ্যাগুড়িতে পার্থোনিয়াম গাছ সাফাই অভিযান ও পিএসইউ এর আলোচনা সভা
সার্ভিস বুক ঠিক রাখা,কতদিন ছুটি কিভাবে পাওয়া যেতে পারে,পেনশনের কাগজপত্র তৈরি সহ চাকুরির বিভিন্ন ক্ষেত্রে অনেক সময়ই অনেক শিক্ষক সমস্যায় পড়েন।সেই সব বিষয়ে সকলকে সঠিক ধারনা দেওয়ার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584