কমলা হ্যারিস একা নন, জো বিডেনের পূর্বপুরুষও ভারতীয়

0
110

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রথম মহিলা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যে ভারতীয় বংশোদ্ভূত, তা সকলেরই জানা। কিন্তু সদ্য নির্বাচিত ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের শিকড়ও যে ভারতে একথা এতদিন অজ্ঞাতই ছিল। এবার এমনই তথ্য সামনে এল। খোদ বিডেন নিজেই এই তথ্য সর্বসমক্ষে জানিয়েছিলেন।

Joe Biden | newsfront.co

২০১৩ সালে মুম্বই সফরে একটি সাক্ষাৎকারে বিডেন জানিয়েছিলেন, তাঁর আদি পুরুষরা মুম্বই নিবাসী। পরে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন যে, তাঁর পূর্বপুরুষরা প্রায় পাঁচ বছর ধরে মুম্বইয়ে বসবাস করেছে।

আরও পড়ুনঃ আইনি জটিলতা এখনও মেটেনি, বিডেনকে অভিনন্দন জানাবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট

মুম্বইয়ের সেই সফরে বিডেন বণিক সভার অনুষ্ঠানে এও জানিয়েছিলেন, তাঁর পূর্ব পুরুষ জর্জ বিডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ক্যাপ্টেন ছিলেন। এমনকী এক ভারতীয় মহিলাকে বিয়েও করেছিলেন তিনি। তাঁরা ১৯ বছর চেন্নাইতে ছিলেন। শুধু তাই নয়, তাঁর ছেলে হেরাসিও বিডেন’ও নাকি কলকাতাতে একবার এসেছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here