নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ফের বিতর্ক। দ্বিতীয় টেস্টের মতো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও অনিশ্চিত ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চার। কোভিড প্রটোকল ভেঙে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন। সেটা ঠিক হয়ে গেলেও জোফ্রা জানাচ্ছেন যে, তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। স্বাস্থ্য সুরক্ষাবিধি ভাঙার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর প্রতি বর্ণবৈষম্যমূলক আচরণ করা হয়েছে। ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংলিশ ফাস্ট বোলার এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানাচ্ছেন।

আর্চার বলছেন, ‘আমি তো আর বড় কোনও অপরাধ করিনি, যে বর্ণবিদ্বেষের শিকার হতে হবে। তৃতীয় টেস্ট খেলতে পারব কি না জানি না। মানসিকভাবে আমি ভালো জায়গায় নেই।’ মানসিকভাবে শক্তিশালী না থাকলে শেষ টেস্টে মাঠে নামতে চান না আর্চার।
বলছেন, ‘আমি মাঠে নিজের একশো শতাংশ উজাড় করে দিয়ে থাকি। সেটা না পারলে খেলতে চাই না। মাঠে নেমে ৯০ মাইল বেগে বল করতে না পারলে সেটা তখন খবর হবে।’ আর্চার মনে করছেন, তিনি না খেললেও ইংল্যান্ডের কোনও সমস্যা হবে না। তাঁদের দলের পেস বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী।
আরও পড়ুনঃ বায়ো সিকিউর নিয়ম মেনে দ্বিতীয় টেস্ট থেকে বাদ আর্চার
ব্রড-ওয়কস-কারেন-অ্যান্ডারসন-উড অনেকে আছেন। কয়েকদিন ধরে ক্রিকেট বর্ণবিদ্বেষের অভিযোগের তীরে জেরবার হয়েছে এবার আর্চার অধ্যায়। এখন দেখার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই বিষয়ে কোনো তদন্ত করে কিনা ! প্রসঙ্গত তাকে ছাড়াই ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে আগুনে বোলিংয়ের সৌজন্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584