তুফানগঞ্জে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান অব্যাহত

0
105

মনিরুল হক,কোচবিহারঃ

join bjp from tmc in tufanganj
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর দলের ভাঙন অব্যাহত কোচবিহার। আজও কোচবিহার জেলার তুফানগঞ্জের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের তিন প্রধান সহ ৫৬ জন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিলেন।

এদিন তুফানগঞ্জে বিজেপির জেলা সভাপতি মালতি রাভা, নব নির্বাচিত সাংসদ নিশীথ প্রামাণিকের হাত থেকে দলীয় পতাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে ৫৬ জন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন।

তুফানগঞ্জ মহকুমার ভানুকুমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৬ জন, ভানুকুমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের ১২ জন, বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৫ জন সদস্যের মধ্যে ১২ জন, বলরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতর ১০ জন সদস্যর মধ্যে ৬ জন এবং নাটাবাড়ী গ্রাম পঞ্চায়েতের ১৩ জন পঞ্চায়েত সদস্যর মধ্যে প্রধান অধীর দাস সহ ১০ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন। পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ৫৬ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় ওই পাঁচটি গ্রাম পঞ্চায়েতের কার্যত দখল নিল বিজেপি।

আরও পড়ুনঃ তৃণমূল শ্রমিক সংগঠন ছেড়ে সিআইটিইউ-তে যোগদান

লোকসভা নির্বাচনের পর থেকে কোচবিহারের বিভিন্ন এলাকায় একের পর এক গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হচ্ছে তৃণমূলের।

তৃণমূল কংগ্রেস ছেড়ে পঞ্চায়েত সদস্যদের বিজেপিতে যোগদান নিয়ে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, তৃণমূলের মধ্যে কোন নিয়ম শৃঙ্খলা নেই। পাঁচটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা লোকসভা ভোটের আগে থেকেই আমাদের দলে যোগ দেওয়ার কথা জানিয়ে ছিল। আজ জেলা সভাপতি মালতি রাভার উপস্থিতিতে তাঁদের দলে নেওয়া হল। যদিও কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দল বদলের কোন খবর জানেন না বলে জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here