শ্যামল রায়,পূর্ব বর্ধমানঃ
রবিবার মন্তেশ্বর ব্লকের রাইগ্রামে বিজেপির এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ,স্থানীয় সংখ্যালঘু নেতা বাবর আলী সহ অনেকে।

এদিন তৃণমূল সিপিএম কংগ্রেস থেকে শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন।
বিরোধী দল থেকে আশা কর্মী সমর্থকদের হাতে বিজেপির পতাকা তুলে দেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ।কৃষ্ণ ঘোষ দলীয় পতাকা তুলে দিয়ে জানান যে বর্তমানে বিজেপির শক্তি ক্রমান্বয়ে বাড়ছে তাই আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতাসীন বিজেপি হচ্ছে।
আরও পড়ুনঃ দল বদলে পুনরায় গেরুয়া শিবিরে পুরোনো নেতা
বিজেপির যত শক্তি বৃদ্ধি হচ্ছে ততোই যেন আক্রমণে ও হামলা সংঘটিত করছে তাদের কর্মী সমর্থকদের উপর। পুলিশ দিয়ে মিথ্যা মামলায় হয়রানি করছে।
তিনি কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন সকলকে জোটবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।এলাকার মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে।শাসক দলের নেতাকর্মীদের দূর্নীতির কথা তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584