নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বুধবার নন্দনসার ছাত্র সমাজ এবং মতুয়া মহা সঙ্ঘের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন তাদের ভান্ডারে থাকে চাল, ডাল, তেল, সোয়াবিন, মুড়ি, চা, বিস্কুট এবং মাস্ক সহ প্রয়োজনীয় খাদ্য দ্রব্য এবং অন্যান্য সরঞ্জাম।
যদিও ছাত্র সমাজের সম্পাদক চন্দন পাল জানান ,তারা ধারাবাহিক ভাবেই সহায়তা প্রদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর এই কর্মসূচি আগামীতেও চলবে। এর পাশাপাশি প্রচুর মানুষ এই তহবিল গঠন করতে এগিয়ে এসেছেন।
আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থ কর্মচারীদের খাদ্য সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার
শুধু তাই নয় এদিন ইসলামপুরের নন্দঝার, পোখারিয়া, মিঠাপুখুর, পামাল, উকুসভাষা, গুযবাড়ি, নেংরাহাট, শ্রীপুর, কিচকতলা, জলারবিল ইত্যাদি গ্রামের দেড় শতাধিক মানুষের হাতে এই পরিষেবা তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584