বিজেপিতে বীতশ্রদ্ধ কাউন্সিলর, তৃণমূলে যোগ

0
76

পিয়ালী দাস, বীরভূমঃ

বিজেপি একটি বক্তব্য সর্বস্ব দল, একনায়কতন্ত্র ছাড়া এই দলে কোন প্রকার কাজ করার অবকাশ নেই। কার্যত বিরক্তি এবং বীতশ্রদ্ধ হয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরে এলেন বীরভূমের সাঁইথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু রায়। তৃণমূল কংগ্রেসে যোগদানের পরে শান্তনু রায় জানান মানুষের জন্য কাজ করব বলে রাজনীতিতে এসে মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছিলাম কিন্তু বিজেপি দলের যে পরিকাঠামো তাতে নিজেকে মানিয়ে নেওয়া খুব কঠিন হয়ে পড়েছিল। বড় বড় নেতাদের শুধু বড় বড় বুলি কাজের বেলাতে লবডঙ্কা মানুষের কোন সমস্যার কথা দলের ভেতরে বলার অধিকার বিজেপি কর্মীদের নেই।

join TMC from BJP
দলীয় পতাকা তুলে দিচ্ছেন অনুব্রত। নিজস্ব চিত্র

জনপ্রতিনিধি হয়ে যদি মানুষের উন্নয়নের কাজটাই না করতে পারলাম তাহলে সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে মানুষের কাছে প্রমাণিত হয়ে থাকার থেকে রাজনীতি ছেড়ে দিয়ে সন্ন্যাস নেওয়া অনেক ভালো। দমবন্ধ পরিবেশ তৈরি হয়ে গেছিল বীরভূম জেলা বিজেপির অন্দরমহলে। ধর্ম নিয়ে রাজনীতি করতে আমরা আসিনি, আমরা রাজনীতিতে এসেছি মানুষের জন্য কাজ করতে বিজেপির জেলা নেতাদের থেকে মন্ডল নেতা অব্দি প্রত্যেকেই দিল্লির দাসে পরিণত হয়েছে মোদী অমিত শাহ জুটি যা বলতে বলবে তাই বলতে হবে যা করতে বলবে তাই করতে হবে। দলে কোন প্রকার বাক স্বাধীনতা, ব্যক্তিসত্তা নেই। গত তিন বছর ধরে বিজেপি দলের সাথে থেকে নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়া একপ্রকার প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল তাই সিদ্ধান্ত নিলাম আর নয় মানুষের কাজ করতে হলে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে। মমতা ব্যানার্জি উন্নয়নের আদর্শ, সেই আদর্শের শামিল হতে হবে পা মেলাতে হবে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে।

তাই শনিবার সাঁইথিয়ায় তৃণমূলের একটি কর্মীসভাতে অনুব্রত মণ্ডলের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে যোগদান করলাম। সদ্য প্রাক্তন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান আগামী দিনে দল যেভাবে উন্নয়নের কাজে মানুষের জন্য কাজ করতে বলবে সেই ভাবেই কাজ করবেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here