শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
অবশেষে রাস্তার জন্য গোটা গ্রামের লোক বিভিন্ন দল ছেড়ে যোগ দিল তৃণমূলে। শনিবার বিকেলে বালুরঘাট থানার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতে কামারপাড়া এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চক মাধব এলাকার প্রায় সাড়ে তিনশো জন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দেয়।
সদ্য তৃণমূলের যোগদানকারী কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষ ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল নেতা বিপ্লব খাঁ, বিভাস চ্যাটার্জী, অরূপ সরকার সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্বরা।
তৃণমূলে যোগ দেওয়ার পরেই চকমাধব এলাকার রাস্তা পাকা করার আশ্বাস দেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ। ঘটনায় খুশি এলাকায় চকমাধব গ্রামের বাসিন্দারা। পাশাপাশি এদিনের জনসভা থেকে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন যতদিন মমতা ব্যানার্জি বাংলায় রয়েছেন পশ্চিমবাংলায় কোনরকম এনআরসি হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584