সুদীপ পাল,বর্ধমানঃ
ভোট এগিয়ে আসছে।হাতে আর সময় নেই।তাই প্রার্থীরা দিনের সারাটি সময় ব্যস্ত থাকছেন ভোট প্রচারে। সন্ধ্যের পর বিভিন্ন সভায়। তৃণমূল প্রার্থী,বিজেপি প্রার্থী এবং সিপিএম প্রার্থীরা সবাই ব্যস্ত ভোট প্রচারে।
এই ভোট প্রচারের মধ্যে চলছে দলবদলের রাজনীতিও।কাঁকসার শিবপুর এলাকায় প্রচার করতে আসেন তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা।তাঁর উপস্থিতিতে শিবপুর এলাকায় ৭২ জন কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। প্রার্থী মমতাজ সংঘমিতা বলেন, একসঙ্গে এত জন মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন তার মানে বোঝাই যাচ্ছে আমাদের সংগঠনের আরো মজবুত হচ্ছে। যদিও কাঁকসার বিজেপি নেতা মানস তিওয়ারির অভিযোগ,চাপ দিয়ে মানুষকে বাধ্য করছে দলবদল করতে।কিন্তু তাতে মানুষের মন বদলাবে না।
আরও পড়ুনঃ পিংলাতে সিপিএম-বিজেপি থেকে তৃণমূলে যোগ
আসানসোলে মুনমুন সেনকে সঙ্গে নিয়ে এ দিন রোড-শো করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বর্ধমান জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584