মনিরুল হক,কোচবিহারঃ
বিজেপি ছেড়ে প্রায় ৩০০ জন কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন।এদিন কোচবিহারের নেতাজী ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় ওই বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।ওই বিজেপি কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
এদিনের ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ,কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ,সাংসদ পার্থ প্রতিম রায়,বিধায়ক উদয়ন গুহ,জগদীশ বর্মা বসুনিয়া, মিহির গোস্বামী, ফজলে করিম মিয়া, অর্ঘ্য রায় প্রধান, হিতেন বর্মণ, পরেশ অধিকারী, জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ, সুচিস্মিতা দেব শর্মা সহ আরও অনেকে।এদিনের ওই কর্মী সভায় কয়েক হাজার কর্মী সমর্থকরা সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেখানে অংশ গ্রহন করেছেন।
এদিন এবিষয়ে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের জোয়ার দেখে আমাকে অনেকদিন ধরে বলছে তারা তৃনমুল কংগ্রেসে যোগদান করবে।তাই আজ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি তার সামনে প্রায় ৩০০ জন বিজেপি কর্মীকে আমরা সভামঞ্চ থেকে দলের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আমাদের দলে গ্রহন করে নিলাম।”
আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584