বন্দুক হাতে নয়, ঝাড়ু হাতে সমাজবন্ধুর ভূমিকায় যৌথবাহিনী

0
98

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

যাদের কাজ বন্দুক হাতে নিয়ে ভারী বুটের আওয়াজে শত্রু পক্ষ কে ঘায়েল করা, সেই জওয়ানরা এখন ঝাড়ু হাতে সমাজ বন্ধুর ভূমিকায়।

পিতৃপক্ষের অবসানে মাতৃ পক্ষের সূচনা শুরু হবে আর কয়েকদিন পরেই। পিতৃপক্ষের সময়েই ঝাড়ু, কোদাল হাতে নিয়ে সমাজের জঞ্জাল পরিস্কার করছেন। যা দেখে এলাকাবাসীর দাবী, এই যৌথবাহিনীর জওয়ানরা না থাকলে হয়তো বা একদিন জঞ্জালের পাহাড় দেখতে হতো।

নিজস্ব চিত্র

এক পক্ষকাল ব্যাপী স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচী নেওয়া হয়েছে যৌথবাহিনীর পক্ষ থেকে। সেই মতো কখনো বা হাসপাতাল, কখনো বা কোনো স্কুলে গিয়ে ঝাড়ু কোদাল হাতে নিয়ে স্বচ্ছতা অভিযানে নেমে পড়ছেন জওয়ানরা। কয়েকদিন আগেই গোয়ালতোড়ের কেওয়াকোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছতা অভিযান করেন, গত বৃহস্পতিবার গোয়ালতোড় হাইস্কুলের পর এদিন শুক্রবার তদানিন্তন গোয়ালতোড়ের এবং অধুনা লালগড়ের শালুকা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা অভিযান করেন । যে গ্রাম এক সময়ের মাওবাদী দের আঁতুড় ঘর হয়ে উঠেছিল, এক সময় খবরের শিরোনামে ছিল শালুকা, সেই শালুকাতে এখন অনেক পরিবর্তন। হয়েছে পানীয় জলের ব্যাবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ। কিন্তু মানুষ সচেতন না হলে যে জঞ্জালমুক্ত গ্রাম গড়ে উঠবে না তা হাড়ে হাড়ে টের পেয়েছেন বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। তাই তাঁরা স্কুল গুলি কে বেছে নিয়েছেন এই কর্মসূচীরর জন্য। বাহিনীর এক আধিকারিক বলেন এই সমাজ কে পরিবর্তন করতে পারবে একমাত্র ছাত্রছাত্রীরা। তাদের মধ্য দিয়েই সমাজের পরিবর্তন আনতে হবে। সেই মতো এদিন ৬৬ নং ব্যাটলিয়নের কাদশোল ক্যাম্পের জওয়ানরা শালুকা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এই স্বচ্ছতা কর্মসুচীতে অংশ নেই। জওয়ানদের সঙ্গে হাতে হাত লাগায় বিদ্যালয়ের কঁচিকাঁচারা। স্বচ্ছতা কর্মসূচীর শেষে কঁচিকাঁচাদের স্বচ্ছতা কি ও কেন এই কর্মসূচীর প্রয়োজনীয়তা সেই নিয়ে বিদ্যালয়ের শিক্ষক এবং ব্যাটলিয়নের অফিসার কঁচিকাঁচা দের সচেতন করেন। জওয়ান দের এই কর্মসূচী তে খুশি বিদ্যালয়ের শিক্ষকরা। এই বিদ্যালয়ের শিক্ষক লালমোহন মন্ডল বলেন, সত্যি খুব প্রশংসনীয় কাজ। এই ধরনের কাজ আরো বেশী করে করুন জওয়ানরা এই আশা রাখবো।

আরও পড়ুনঃ শালবনীতে মেগা জব ফেয়ার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here