নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা মুক্তিপাড়া পুজো কমিটির এবারের থিম ‘বনেদি জমিদার বাড়ির পুজো’।পর পর পাঁচবার বিশ্ব বাংলা সেরা পুজো সম্মান পেয়েছে ফালাকাটা মুক্তিপাড়া পুজো কমিটি। এবার পুরাতন জমিদার বাড়ির পুজো এবং তাদের আচার অনুষ্ঠান কেমন ছিল তা থিমের মাধ্যমে তুলে ধরবে পুজো কমিটি।
বনেদি পুজোর হারিয়ে যাওয়া গরিমার স্মৃতি রোমন্থনই মুক্তিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পুজোর ভাবনা।
আরও পড়ুনঃ ৫৪তম বর্ষে ঘোড়াধরা সর্বজনীন পুজো কমিটির থিমের ছোঁয়ায় থাকছে ‘দুর্গার দশমহাবিদ্যা’
বাড়তে থাকে শহরের কলেবর আর গগনচুম্বী ইমারতের ছায়ায় কোথায় যেন আমরা আকাশকে হারিয়ে ফেলছি, অ্যাকুরিয়ামের মাছের সন্ধানে হারিয়ে ফেলছি নদী পুকুরের শাপলা শাওলার আনন্দ।
তারই মাঝে মুক্তিপাড়া সর্বজনীন দুর্গোৎসবের কৃত্তিম এই বনেদি বাড়ির দেবী মায়ের আরাধনা যদি আগত দর্শনার্থীদের এতটুকুও প্রকৃত আনন্দ দিতে পারে সেটাই হবে আমাদের এবারের পুজোর প্রাপ্তি ও সার্থকতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584