ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের উদ্যোগে জন সহায়তা প্রদান সপ্তাহ

0
140

ভাস্কর ঘোষ, কান্দি, ২১ মার্চঃ- বুধবার দুপুরে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার খড়গ্রাম ব্লকের কমিউনিটি হলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উদ্যোগে জন সহায়তা প্রদান সপ্তাহ পালন করা হল। টান সাত দিন ধরে চলবে এই ধরনের কর্মসূচি। খড়গ্রাম ব্লক থেকে এদিন শুরু করা হয়।
এদিন ১৯৭ জন বেনিফেসিয়ারির হাতে জমির পাট্টা বিলি করা হয়। বেশ কয়েক জন উপভোক্তাকে বাংলা আবাস যোজনা থেকে বেনিফিট প্রদান করা হয়। পাঁচ জনের হাতে ডিজিটাল রেশন কার্ড প্রদান করা হয়। পাঁচটি পরিবারকে ক্যাটার ইন্সিউরেন্স করে দেওয়া হয়েছে। তাছাড়াও সরকারি পরিষেবা গুলি মানুষ কিভাবে পেতে পারে তা নিয়ে সচেণতা মূলক আলোচনা করা হয়।


এসিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির মহকুমাশাসক অভীক কুমার দাস, খড়গ্রাম ব্লকের বিডিও খোরসেদ আলম, খড়গ্রাম ব্লক কৃষি আধিকারিক তারকনাথ সাহা, খড়্গ্রামের বি এল আর ও ক্রিমেন্ট খ্রিষ্টপ ভুটিয়া, খড়গ্রাম থানার ওসি সুব্রত ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আকতারা বেগম, বিশিষ্ট সমাজসেবী মফিদ উদ্দিন মন্ডল, জেলাপরিষদ সদস্যা চৈতী সাহা সহ এলাকার বিশিষ্ট জনেরা।
কান্দির মহকুমাশাসক অভীক কুমার দাস বলেন, জন সহায়তা প্রদান সপ্তাহ শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে তা চলবে। খড়গ্রাম থেকে আহুরু করা হয়েছে। এদিন ১৯৭ টি পাট্টা বিলি করা হয়েছে, বাংলা আবাস যোজনা থেকে বেনিফিট প্রদান করা হয়েছে, পাঁচ জনকে ডিজিটাল রেশন কার্ড দেওয়া হয়েছে, ৫ টি পরিবারকে ইন্সিউরেন্স করে দেওয়া হয়েছে। এছাড়া ৭ – ৮ টি দপ্তর থেকে যে সব পরিষেবা গুলি উপভোক্তাদের দেওয়া হয় সেগুলি বিতরণ করা হয়েছে। তাছাড়া এধরনের দপ্তর থেকে পরিষেবা গুলি মানুষ কিভাবে পেতে পারে তা নিয়ে আওয়ারন্যেস ক্যাম্প করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here