এই বয়সেও ফিল্ডিংয়ে দুরন্ত জন্টি

0
48

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা। সেটা সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনিরা বারবার বারবার প্রমান করেছেন, তবে ক্রিকেট খেলা থেকে প্রায় দুই দশকের কাছাকাছি দূরে থেকে সেটা প্রমান করেলন ক্রিকেটের জাদুকর জন্টি রোডস।

Jonty Rhodes | newsfront.co

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এই নায়ক যার একাধিক দুরন্ত ক্যাচ ছবি বিশ্বকাপ ক্রিকেটের স্মারক হিসাবে রয়েছে। এছাড়া ১৯৯২ বিশ্বকাপে ইনজামামকে করা রান আউট এখনও ভাইরাল।

Jonty's Fielding | newsfront.co
ফিল্ডিং মূহুর্ত

তাঁর এখন বয়স ৫১, কিন্তু সেই দুরন্ত ক্যাচ নিতে দেখা গেলো জন্টিকে। এই আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের ফিল্ডিং কোচ।

আরও পড়ুনঃ নেইমারদের ম্যাচে হাতাহাতি, হল কার্ডের বন্যা

পাঞ্জাবের অনুশীলনে স্বমহিমায় দেখা গেলো তাঁকে। ক্যাচ ধরছেন ঝাঁপিয়ে। টি-টোয়েন্টি ম্যাচে ভালো কিছু করতে গেলে রান বাঁচানো যে কতটা জরুরি সেটা বুঝিয়ে দিচ্ছেন দলের ফিল্ডারদের। এখন দেখার জন্টির ছায়াতে ফিল্ডিং কতটা উন্নতি করে প্রীতির দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here