রেডক্রশের উদ্যোগে পালিত হলো বিশ্ব রেডক্রশ দিবস ও আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস

0
107

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:

৮ মে পশ্চিম মেদিনীপুর জেলা রেডক্রশের উদ্যোগে পালিত হলো বিশ্ব রেডক্রশ দিবস ও আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। ঠিক সকাল ৮ টায় রেডক্রশ প্রাঙ্গনে রেডক্রশের প্রতিষ্ঠাতা হেনরি ডুনালের প্রতিকৃতিতে মাল্যদানা ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। রেডক্রশ প্রাঙ্গন থাকে পদযাত্রা সহকারে জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা ভবনে গিয়ে প্রায় দেড় শতাধিক শিশুর মা ও পরিবারের হাতে মাস্ক , সাবান , ফলও কিছু শুকনো খাবার তুলে দেওয়া হয়। তারপর জেলা রেডক্রশ হলে অনুষ্ঠিত সভাতে বিশ্ব রেডক্রশ দিবস ও আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবসের তাৎপর্য তুলে ধরেন জেলা সম্পাদক ডাঃ গোলক বিহারি মাজি।

 

International Thalassemia Day by red cross

 

বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ দেবাশিস দাস ,ড. নির্মলেন্দু দে ,ডা. পি.কে. ভৌমিক। উপস্থিত ছিলেন পরিচালক মণ্ডলীর সদস্য দুর্লভ রায় , অনাদি জানা , অমিত কুমার সাহু , সুপ্রিয় বেরা ,শীর্ষেন্দু শাসমল প্রমুখ । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেনি নার্স , আজীবন সদস্য ও কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠাটি সঞ্চালনা করেন অসিত বন্ধ্যেপাধ্যায় এবং সভাপতিত্ব করেন ডা. শ্যামল পট্টনায়েক। সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় |

 

International Thalassemia Day are celebrated on the initiative of Red Cross

 

আরও পড়ুনঃ

বহরমপুরের ঈদ মিলনী হয়ে উঠলো সম্প্রীতির অনন্য নজির

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here