অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অ্যাডিলেডের গোলাপি বলের টেস্টের তৃতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয় ভারতের। আর সেই বিপর্যয় এমন অবস্থায় গেল ৩৬ রানে থেমে গেল ভারতের ইনিংস।
ভারতের ব্যাটিং বিভাগকে দুমড়ে মুচড়ে দেওয়ার কাজটা শুরু করেছিলেন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার প্যাট কামিন্স। আর বাকী কাজটা করলেন জশ হ্যাজেলউড। তার বোলিং পারফরম্যান্স সত্যিই অবাক করার মতো। ৫ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ করলেন তিনি। আউট করলেন মায়াঙ্ক আগারওয়াল, অজিঙ্কে রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিনকে।
আরও পড়ুনঃ ওয়াদেকারের রেকর্ড ভেঙে লজ্জার ইতিহাস ভারতের
এদিন ৫ উইকেট নিয়ে গোলাপি বলের টেস্টে একটা রেকর্ডও করলেন তিনি। এতদিন পর্যন্ত গোলাপি বলের টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল ন্যাথান লিওর। তার সংগ্রহে ছিল ২৮টি উইকেট। এদিন ৫ উইকেট নিয়ে গোলাপি বলের টেস্টে ৩৩ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হলেন তিনি। এই তালিকায় ৪৬টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন মিচেল স্টার্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584