অনুমতি ছাড়া ব্যারিকেড দেওয়ার প্রতিবাদ করে আক্রান্ত সাংবাদিক

0
125

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা আবহের মধ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটল মাথাভাঙায়। আজ মাথাভাঙার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ওই ঘটনা ঘটে। আক্রমণের শিকার হন মাথাভাঙায় দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করে আসা বিশ্বজিৎ সাহা।

barricade | newsfront.co
ব্যারিকেড ৷ নিজস্ব চিত্র

ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ইতিমধ্যেই মাথাভাঙা থানার সামনে অবস্থান আন্দোলন করছেন সেখানকার সাংবাদিকরা।জানা গিয়েছে, সাংবাদিক বিশ্বজিৎ সাহার বাড়িতে যাওয়ার রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড দেন সেখানকার প্রাক্তন এক কাউন্সিলরের ছেলে শুভজিৎ সাহা ও তার কিছু সাঙ্গপাঙ্গ।

police station | newsfront.co
নিজস্ব চিত্র

এতে যাতায়াতে সমস্যা হবে বলে বিশ্বজিৎ বাবু থানায় ফোন করলে সেখান থেকে জানানো হয় ওই ব্যারিকেড প্রশাসনের দেওয়া নয়। এরপরেই বিশ্বজিৎ বাবু তা খুলতে যান। আর তখনই প্রাক্তন কাউন্সিলরের ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা এসে বিশ্বজিৎ বাবুকে নিগ্রহ করেন। মোটর সাইকেলের চাবি নিয়ে নেন। পরে পুলিশ গিয়ে ওই ব্যারিকেড খুলে দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সাংবাদিকরা অবস্থান আন্দোলন তুলে নেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে চুরি যাওয়া পন্য সামগ্রী সহ গ্রেফতার চোর

মাথাভাঙার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার বলেন, “ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”এর আগেই কোচবিহার ৮ নম্বর ওয়ার্ডে এর আগেই একজন করোনা আক্রান্তের হদিস পাওয়া যায়।ওই আক্রান্তের বাড়ির এলাকায় বাঁশের বেরিকেট দিয়ে প্রশাসনের পক্ষে ব্যবস্থা নেওয়া হয়।

কিন্তু তারপরেও শহরের বহু রাস্তায় স্থানীয় কিছু মানুষ বাঁশের ব্যারিকেট দেওয়ার প্রবণতা শুরু হয়। এতে বহু মানুষের বাড়িতে ঢোকা বের হওয়া নিয়ে সমস্যায় পরতে হচ্ছে বলে জানা গিয়েছে। এদিন তার বিরোধিতা করতে গিয়েই নিগ্রহ হতে হল সাংবাদিক বিশ্বজিৎ সাহাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here