নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
‘সরকারের সমালোচনা মানে দেশদ্রোহ নয়’ বলে সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। সঙ্গে ১৯৬২ সালের সালের ঐতিহাসিক ‘কেদারনাথ সিং মামলা’র প্রসঙ্গ টেনে বিচারপতিগণ মন্তব্য করেন ‘সকল সাংবাদিক সুরক্ষার অধিকারী’।
গত বছর দিল্লি দাঙ্গার উপর বিনোদ দুয়ার এক ইউটিউব শো’এর ভিত্তিতে শিমলার এক বিজেপি নেতা দেশদ্রোহিতার অভিযোগ আনেন। বৃহস্পতিবার সেই এফআইআর খারিজ করে শীর্ষ আদালত।বিচারপতি ইউ ইউ ললিত এবং বিনীত সরণের ডিভিশন বেঞ্চ জানায়, ‘প্রত্যেক সাংবাদিক কেদারনাথ সিং মামলার আওতায় সুরক্ষার অধিকারী।’
প্রসঙ্গত, গত বছর ৩০ মার্চ দিল্লিতে মৃত্যু ও সন্ত্রাসবাদী হামলাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছেন বলে সাংবাদিক বিনোদ দুয়া তাঁর ইউটিউব শো’তে মন্তব্য করেছিলেন। এ নিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অজয় শ্যাম। তার অভিযোগের ভিত্তিতে সাংবাদিক দুয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতা ছাড়াও তিনটি ধারায় মামলা রুজু করে হিমাচল প্রদেশ পুলিশ। পাঠানো হয় হাজিরা দেওয়ার আইনি নোটিশ। উত্তরে তিনি স্বাস্থ্যজনিত ও অতিমারির কারণ দেখিয়ে জানান যে তার পক্ষে সংশ্লিষ্ট থানায় উপস্থিত হওয়া সম্ভব নয়। তারপরই তিনি দারস্থ হন শীর্ষ আদালতের। পরে তাঁকে সুরক্ষাকবচ প্রদান করে কোর্ট। তবে মামলার তদন্ত চালিয়ে যাওয়ার ছাড়পত্রও দেওয়া হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584