সাংবাদিকতার কোর্স মেদিনীপুর কলেজে

0
526

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পূর্ব ভারত তথা দেশের অন্যতম সেরা কলেজ মেদিনীপুর কলেজের​ (স্বশাসিত)মুকুটে যুক্ত হলো আরো একটি পালক।জব ওরিয়েন্টেড কোর্সের দিকে আরও কয়েকধাপ এগোল পশ্চিম মেদিনীপুর জেলা সদরে অবস্থিত মেদিনীপুর কলেজ। কলেজে চালু হলো স্নাতকোত্তর স্তরের দুটি ডিপ্লোমা কোর্স। কোর্স দুটি হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং ম‍্যানেজম‍্যান্ট ইন রূরাল ডেভেলপমেন্ট উইথ পঞ্চায়েতি রাজ।

নতুন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান।নিজস্ব চিত্র

সম্প্রতি কলেজের নেতাজি জন্মশতবার্ষিকী ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত সেমিনার হলে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে কোর্স দুটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন,এই ধরনের কোর্সে পড়লে, পড়ার শেষে উপার্জনের সুযোগ বেশি থাকে। সৌমেনবাবু, প্রথাগত শিক্ষার পাশাপাশি এই ধরনের জব ওরিয়েন্টেড কোর্সে আগ্রহী হওয়ার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানান। স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা। তিনি সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি কোর্স দুটির রূপরেখা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ‍্যামপদ পাত্র, কলকাতার রূপকলা কেন্দ্রের সমীর গোস্বামী,অধ‍্যাপক সুধীন্দ্রনাথ বাগ, কোর্স কো-অর্ডিনেটর সৌমেন্দু দে প্রমুখ ব‍্যক্তিবর্গ। কোর্স কো-অর্ডিনেটর সৌমেন্দুবাবু জানান, কোর্স গুলির শেষে ইন্টার্নশিপের ব‍্যবস্থা রয়েছে।সৌমেন্দুবাবু আরও জানান জার্নালিজমের কোর্সটিতে শিক্ষক হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন অর্কপ্রভ সরকার,সমীর গোস্বামী, নিমাই পান্ডা, সন্তোষ দেবনাথ,মধু সরকার,অলিভ মন্ডল, সোমনাথ ব‍্যার্বটা প্রমুখ মিডিয়া ও ফটোগ্রাফি জগতের খ‍্যাত ব‍্যাক্তিরা।

নিজস্ব চিত্র

কোর্সটিতে হাতে কলমে সমস্ত শিক্ষা দেওয়া হবে এবং এই কোর্সের জন্য প্রয়োজনীয় ক‍্যামেরাসহ অন‍্যান‍্য সামগ্রী প্রাথমিকভাবে কলেজের পক্ষ থেকে সরবরাহ করা হবে। কলেজের কোর্স দুটি চালু হওয়ার কলেজ কর্তৃপক্ষ যেমন খুশি তেমনই খুশি কলেজের ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি কলেজের পক্ষ থেকে জানানো হয় কলেজে চালু থাকা “ডিপ্লোমা অন ট্রাভেল অ‍্যান্ড ট্যুরিজম ম‍্যাজেজম‍্যান্ট উইথ ট্রাভেল ফটোগ্রাফি” কোর্সটিতে​ এবার থেকে দ্বাদশ শ্রেণী পাশ করা বাইরের শিক্ষার্থীরা​ও ভর্তি হতে পারবে,যেটাতে গত বছর পর্যন্ত কেবল মেদিনীপুর কলেজে পাঠরত শিক্ষার্থীরা ভর্তি হতে পারতো। কলেজে চালু হওয়া এই কোর্স গুলিতে আগামী ৩১শে জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here