নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
দীর্ঘ টাল বাহানার পর শুধু মাত্র অর্ডারের রিসিভ কপি নিয়েই পুর প্রশাসকের চেয়ারে বসলেন সিদ্ধার্থ মাইতি। এক্সিকিউটিভ অফিসার চার্জ না দেওয়ার কারণে বেশ কিছুক্ষণ বচসা চলে এক্সিকিউটিভ অফিসারের সাথে সিদ্ধার্থ মাইতির। উচ্চ পদস্ত আধিকারিকদের কথা মতো শুধুমাত্র অর্ডার কপি রিসিভ করেন পুর এক্সিকিউটিভ অফিসার।
আর এরই ভিত্তিতে প্রশাসকের পদে আদৌ বসা যায় কিনা সে বিষয়ে স্পষ্ট জানালেন না পুর এক্সিকিউটিভ অফিসার। এই নিয়ে শুরু হয় রাজনৈতিক মহলে জোর জল্পনা। অপরদিকে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্টে আগামী ৪ঠা জানুয়ারি পর্যন্ত স্তগিতাদেশ দিয়েছে।
আরও পড়ুনঃ মতুয়া মানভঞ্জনে জানুয়ারিতে অমিতের সভা বনগাঁয়
আরও পড়ুনঃ সর্বনিম্ন ভাড়া ১৪ টাকা দাবি বাস মালিকদের, আন্দোলনের হুঁশিয়ারি
আর এই খবর সংগ্রহ করতে সাংবাদিকরা গেলে সংবাদ কর্মীদের সঙ্গে বচসা বাধে। এবং সাংবাদিকদের হেনস্থা করা হয়। এক সংবাদ প্রতিনিধির বুম কেড়ে নিয়ে তার ছিঁড়ে ফেলা হয়। আবারো সাংবাদিক হেনস্তার ঘটনায় সরব হয়েছে বিভিন্ন মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584