আলিপুরদুয়ারে প্রায়ত সাংবাদিককের স্ত্রীকে নিয়োগপত্র

0
78

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন আলিপুরদুয়ারের সাংবাদিক রাজকুমার মোদক।এরপর দুই ছেলেকে নিয়ে বিপাকে পরেছিলেন রাজকুমার মোদকের স্ত্রী অনিমা মোদক।কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না তিনি এবং কোন রকম দিন কাটাছিলেন তাঁর দুই সন্তানকে নিয়ে।

(তুলে দেওয়া হচ্ছে নিয়োগপত্র।নিজস্ব চিত্র)

এরপর প্রয়াত সাংবাদিকের পরিবারের দুরাবস্থার কথা মুখ্যমন্ত্রীর নজরে আনেন উত্তরবঙ্গের সাংবাদিকদের তরফে যৌথভাবে।বিষয়টি জানার পরেই ১২ জুলাই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়াত রাজকুমার মোদকের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হবে।ঠিক সেই কথা মতো শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনিমা মোদকের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয় এবং এই নিয়োগপত্র হাতে পেয়ে খুবই খুশি অনিমাদেবী। এরপর তিনি বলেন যে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশেষ বিশেষ ধন্যবাদ।আমি চিরকৃতজ্ঞ থাকবো মুখ্যমন্ত্রীর কাছে।এই চাকরিটা আমার অত্যন্ত দরকার ছিল।এর ফলে আমার দুই সন্তানকে ভালো মতো মানুষ করতে পারবো।এর পাশাপাশি তিনি আরও বলেন যেভাবে জলপাইগুড়ির সাংবাদিক চন্দনা চৌধুরী ও আরও অন্যান্য সবাই সাহায্য করেছে তাদের কেউ ধন্যবাদ।এই ভাবে আমার অসময়ে পাশে থাকার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here