দিনহাটায় সাংবাদিকের উপর হামলা, কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ

0
51

মনিরুল হক, কোচবিহারঃ

দিনহাটা হাসপাতালে মদ্যপ অবস্থায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সরব হলেন জেলার সাংবাদিকরা। গতকাল রাতের ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভে সামিল হন কোচবিহার জেলা প্রেস ক্লাবের সদস্যরা। প্রেস ক্লাবের পক্ষ থেকে নিগ্রহকারী ওই মদ্যপ ওয়ার্ড মাস্টারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় জেলা প্রেস ক্লাবের সদস্যরা।

journalist protest | newsfront.co
নিজস্ব চিত্র

এবিষয়ে কোচবিহার জেলা প্রেস ক্লাবের সম্পাদক সুমন কল্যান ভদ্র বলেন, “সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিগ্রহের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এটা মেনে নেওয়া যায় না। গতকাল আমাদের এক সাংবাদিক ছবি তুলতে এবং খবর সংগ্রহ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এমনকি সাংবাদিকের ক্যামেরা মাটিতে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিগ্রহকারী ওই মদ্যপ ওয়ার্ড মাস্টারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ শিলিগুড়ির চটহাটের কুচিয়ামোড়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আটটি বাড়ি, চাঞ্চল্য

প্রসঙ্গত, সোমবার রাতে একটি দুর্ঘটনার খবর সংগ্রহের জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে যান ব্রজেশ্বর রায় নামে এক সাংবাদিক। তার অভিযোগ, সেখানে কর্তব্যরত ওয়ার্ড মাষ্টার মদ্যপ অবস্থায় সাংবাদিকদের ছবি তুলতে এবং খবর সংগ্রহ করতে বাধা দেন।

শুরু হয় বচসা। হাসপাতালের একজন ওয়ার্ড মাষ্টার কি ভাবে মদ্যপান করে তার কাজ চালিয়ে যাচ্ছেন? এই ঘটনার প্রতিবাদ করেন ওই সাংবাদিক। এরপরেই মদ্যপ অবস্থায় থাকা সেই ওয়ার্ড মাষ্টার সাংবাদিককে নিগ্রহ করেন এবং তার ক্যামেরা ছুঁড়ে ফেলে দেন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ওয়ার্ড মাষ্টারের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন কোচবিহার প্রেস ক্লাবের সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here