মনিরুল হক, কোচবিহারঃ
সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিগ্রহের শিকার হলেন তুফানগঞ্জের ৪ সাংবাদিক। আজ তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বক্সিরহাট বাজার সংলগ্ন ছোট লাউকুঠি এলাকায় ওই ঘটনা ঘটেছে। নিগৃহীত সাংবাদিকদের মধ্যে রয়েছেন রাজীব বসাক, বাসুদেব ধর, গোপাল সরকার ও দেবজ্যোতি সাহা। এরমধ্যে রাজীব বসাককে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে ওই সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আজ তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ১ ও বারকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সকাল থেকেই উত্তেজনা তৈরি হয়েছিল। দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গিয়েছে।
খবর পেয়ে সাংবাদিকরা সেখানে খবর সংগ্রহ করতে গেলে তৃণমূল কংগ্রেসের কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে মারধোর করে বলে অভিযোগ।
আক্রান্ত সাংবাদিক রাজীব বসাক বলেন, “আমরা স্থানীয় এক তৃণমূল নেতার বক্তব্য নিতে ছোট লাউকুঠি গ্রামে গেলে সেখানে আমাদের ঘেরাও করে মারধোর করা হয়। অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হয়।” যদিও এনিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষে কোন বক্তব্য পাওয়া যায় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584