শেষের পথে ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’

0
853

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Joy Baba lokenath | newsfront.co

শেষের পথে ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’। বুধবার শেষ হল শুটিং। সেইদিনই জানিয়ে দেওয়া হয় শেষ হচ্ছে ধারাবাহিক। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, ‘জয় বাবা লোকনাথ’-এর প্রযোজনা সংস্থা এস ভি এফ।

Joy Baba lokenath | newsfront.co

এই সংস্থা ‘জয় বাবা লোকনাথ’ সম্প্রচারিত হয় যে চ্যানেলে সেখানে তিনটি ধারাবাহিক একসঙ্গে চালানোর অনুমোদন পেয়েও ‘প্রথমা কাদম্বিনী’কে নিয়ে চলে যায় চ্যানেলের প্রধান প্রতিদ্বন্দ্বী চ্যানেলের ঘরে। সমস্যার সূত্রপাত সেখানেই। শুধু এটিই কারণ নাকি আরও কারণ এর ভিতরে আছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, এই মুহূর্তে বারোদিতে লোকনাথের মন্দির প্রতিষ্ঠিত হওয়ার তোরজোর চলছে। আড়াই বছর ধরে চলছে ধারাবাহিকটি। এরপরে গল্পে আর বিশেষ কিছু দেখানোর নেই বলেই বন্ধ করা হচ্ছে ‘জয় বাবা লোকনাথ’।

Joy Baba lokenath | newsfront.co

Joy Baba lokenath | newsfront.co

শিশু লোকনাথের ভূমিকায় দেখা গিয়েছিল অরণ্য রায়চৌধুরীকে। এরপর যুবক লোকনাথ থেকে বৃদ্ধ লোকনাথের চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায়।

Bhaswar Chattarjee | newsfront.co

অনেকটা জার্নি ছিল ধারাবাহিকের। মন খারাপ ভাস্বর চট্টোপাধ্যায়ের। গোটা ইউনিটকে মিস করবেন তিনি।

আরও পড়ুনঃ ‘খেলেছি আজগুবি’ আসছে ওটিটি-তে

Joy baba loknath | newsfront.co

Joy baba loknath  | newsfront.co

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- “হেসে খেলেই কেটে গেল দিনগুলো। কত কঠিন কঠিন সিন মজায় করে ফেলেছি। মিস করব গোটা ইউনিটকে। এস ভি এফ এবং জি বাংলাকে অনেক ধন্যবাদ এমন একটা চরিত্রে অভিনয় করতে দেওয়ার জন্য।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here