ভাস্কর ঘোষ, কান্দি, ২৬ নভেম্বর :
যদি আপনি মানুুুুষের জন্য কাজ করতে চান, তাহলে আপনার আসল প্লাটফরম কংগ্রেস নয়। আসল প্লাটফরম হল বিজেপি। আপনি বিজেপি -তে আসুন সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারবেন। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়ঞা থানার কুরুন্নরুন গ্রামের এক সভায় এই ভাষাতেই প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরিকে বিজেপি-তে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন রাজ্য বিজেপি -র নেতা অভিনেতা জয় ব্যানার্জি। পাশাপাশি ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরির ভূয়সী প্রশংসা করেন তিনি।
এদিন সন্ধ্যেয় বিজেপি -র ডাকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বড়ঞা থানার কুরুননুরুন গ্রামে একটি জনসভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি -র রাজ্য কমিটির সদস্য অভিনেতা জয় ব্যানার্জ্জি ও মুর্শিদাবাদ জেলা বিজেপি-র সভাপতি গৌরীশঙ্কর ঘোষ সহ জেলা নেতৃত্ব।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জয় ব্যানার্জ্জি বলেন, অধীর চৌধুরি একজন দক্ষ সংগঠক। তিনি দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদকে জিতিয়ে রেখেছেন নিজের ক্ষমতায় নিজের দক্ষতায়। কিন্তু তিনি চেয়েছিলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সব দলের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল ও কংগ্রেসের হাইকমান্ড একসঙ্গে মিলেমিশে গেছে। নিজেদের গদি বাঁচাতে, দুর্নীতি ঢাকতে তৃণমূল ও কংগ্রেসের জোট হচ্ছে। যে জোট মন থেকে মেনে নিতে পারছেন না অধীরবাবু। কারণ বহু কংগ্রেস কর্মী তৃণমূলের হাতে খুন হয়েছে। অনেক কংগ্রেস কর্মীদের জেলে যেতে হয়েছে। এমনকি অধীর বাবুকেও মিথ্যাভাবে খুনের মামলায় ফাঁসানো হয়েছে। তাই বলছি, যদি মানুষের উপকার করতে চান, গরিব মানুষের জন্য কাজ করতে চান, তবে আপনার আসল প্ল্যাটফর্ম কংগ্রেস নয়। আপনার আসল প্ল্যাটফর্ম বিজেপি। তাই আমি আমার মন থেকে অনুরোধ করে বলছি , আপনি বিজেপি-তে আসুন। সাধারণ মানুষের উপকার করতে পারবেন। কিন্তু কংগ্রেসে থেকে তা আপনার কখনই সম্ভব হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584