নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
স্বাধীনতা মুক্তির, সাম্যের, সত্যের, কল্যাণের। এক দেশের মানচিত্রের গণ্ডির বাইরে বেরিয়ে সমগ্র মানবজাতির কল্যাণই হল প্রকৃত স্বাধীনতা। কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘জয় হোক’ নতুন আঙ্গিকে পরিবেশন করলেন বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী সুস্মিতা আনিস। উপলক্ষ, বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উৎসব।
বাংলাদেশে নজরুলগীতির পাশাপাশি আধুনিক গানেও সুস্মিতার পরিচিতি আছে। প্রবাদপ্রতিম ফিরোজা বেগমের ভাইঝি হওয়ার সুবাদে নজরুল ইসলামের গান পরিবার সূত্রেই পাওয়া। ‘জয় হোক’ গানটি বেছে নেওয়ার অন্যতম কারণ এর মূল বক্তব্য।
শুধু স্বাধীনতার মানে তো খাতায় কলমের হিসেবে সীমাবদ্ধ হতে পারে না। প্রকৃত স্বাধীনতা অনেক বৃহত্তর বিষয়। চারিদিকে হাহাকার, নিপীড়িত মানুষের কান্না, অসুখ, মহামারী, নারীদের সামাজিক অসম্মান এই সবকিছু থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা।
এই গানে কালোসাদা ছবির মধ্যে দিয়ে আলোর পথে ফেরার কথা বলা হয়েছে।সঙ্গীত আয়োজনে অর্ণব।তাঁর নতুন করে এই গানের সঙ্গীত আয়োজন গানটির মিউজিক ভিডিওকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। এই গানের ভিডিওর জন্য সুদূর সুইডেন থেকে এসেছিলেন চিত্রগ্রাহক। শুটিং হয়েছে বন্দরবনের রিমাক্রি অঞ্চলে।গানের মিউজিক ভিডিও পরিকল্পনা, পরিচালনা করেছেন বিশিষ্ট পরিচালক পিপলু আর.খান।
আরও পড়ুনঃ অলিভিয়া পেল ‘চাইনিজ বক্স’!
সব মিলিয়ে এই মিউজিক ভিডিও এক অন্য আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। সুস্মিতা আনিস বললেন– “এত বছর পরেও যখন নারীদের উপর নির্যাতন হয়, মানুষের নানা সমস্যা নজরে পড়ে তখন সত্যি নিজেদের স্বাধীন ভাবতে কষ্ট হয়। এই গান সেই কালো সময় থেকে আলোয় ফেরার বার্তা বহন করে। এই গানে অর্ণবের অসাধারণ সঙ্গীত আয়োজন আর মিউজিক ভিডিও বেশ অন্যরকম বলা যায়। পঞ্চাশ বছর স্বাধীনতার পরেও এখনও নারী নির্যাতন ঘটে,গ্রামের দিকে বাল্য বিবাহ হয়।এই সব ঘটনায় মনে হয় সত্যিই কি আমরা স্বাধীন?”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584