পিয়ালী দাস, বীরভূমঃ
মকর সংক্রান্তির পূন্য লগ্নে বুধবার ভোর থেকে কয়েক লক্ষ মানুষ পুণ্যস্নানে যোগ দেবেন জয়দেব কেন্দুলিতে। মকর সংক্রান্তি উপলক্ষ করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আউল বাউল ফকির জমায়েত করে অজয় তীর বরাবর গড়ে উঠেছে কয়েকশো বাউল আখড়া। গ্রামীণ ফকির বাউলদের মেলায় দিনভর বাউল সুরে মেতে থাকবে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। বীরভূমের ইলামবাজার থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে কবি জয়দেবের জন্মস্থান জয়দেব কেন্দুলি। সবার উপরে মানুষ সত্য এই বিখ্যাত পংক্তিটির আক্ষরিক মূল্যবোধ বুঝতে হলে অবশ্যই আসতে হবে জয়দেব কেন্দুলি মেলাতে।
সর্বধর্ম সমন্বয় এই জয়দেব কেন্দুলি মেলা মানুষকে নতুন করে বাঁচার রসদ যোগায় বলে দাবি করেন কার্তিক দাস বাউল। তিনি বলেন সারা বছর পৃথিবীর বিভিন্ন জায়গায় বাউল গান শোনানোর জন্য ডাক আসে আমরা যাই মানুষের দাবি মেনে বাউল গান শোনাতে কিন্তু জয়দেব মেলা থেকে ডাক আসে না তবুও সারা বছর ভারতবর্ষের সমস্ত বাউল ফকির অপেক্ষায় থাকি কবে মকর সংক্রান্তি আসবে কবে হাতে একতারা নিয়ে গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ গাইতে গাইতে পৌঁছাব জয়দেব কেন্দুলি মেলা। পৃথিবীর মধ্যে একমাত্র যেখানে সমস্ত ধর্মের মানুষ এসে জমায়েত করে কড়া পাকের শীতের রাতে বাউলের আখড়ায় মানুষ ভুলে যায় জাত ধর্ম হিংসা হানাহানি। অহংকার শুধু একটাই কথা মনে আসে যা ভাষার মাধ্যমে বাউলের সুরে মুখ দিয়ে ফুটে ওঠে জীবন ও ভালোবাসা।
বোলপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী জানিয়েছেন জয়দেব কেন্দুলি মেলাতে ৪৫০ টি স্টল বসবে, ৮০০ টি শৌচাগার নির্মাণ করা হয়েছে দূষণ রুখতে। মেলায় অংশগ্রহণকারী বাউল আখড়া গুলোকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। স্বচ্ছতার কথা মাথায় রেখে মেলাতে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আগত পর্যটকদের পানীয় জলের জন্য বিভিন্ন জায়গায় টিউবওয়েল এবং অজয় নদ থেকে অস্থায়ীভাবে পাম্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় কল তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফে একাধিক জায়গায় পানীয় জলের ট্যাঙ্ক রাখা হয়েছে।
বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন জয়দেব কেন্দুলি মেলাতে পর্যটক ও আগত বাউল ফকির নিরাপত্তার জন্য চার হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, মহিলাদের নিরাপত্তার জন্য সাদা পোশাকে একাধিক মহিলা পুলিশকর্মী মেলার ভিড়ে পর্যটকদের সঙ্গে মিশে থাকবে। পাশাপাশি বীরভূম জেলা পুলিশের তরফে একটি বাউল মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে স্বনামধন্য বাউল শিল্পীরা গান গাইবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584