মঙ্গলবার মমতার বুথে লিফলেট বিলিতে আসছেন নাড্ডা

0
88

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথ এলাকায় ‘আর নয় অন্যায়’ কর্মসূচি সফল করতে আগামী ৮ই ডিসেম্বর আসবেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

jp nadda | newsfront.co
ফাইল চিত্র

একেবারে মুখ্যমন্ত্রীর নিজের পাড়ায় এসে( চুরাশি নম্বর বুথে) সরাসরি ‘আর নয় অন্যায়’ কর্মসূচির লিফলেট বাড়ি বাড়ি বিলি করবেন নাড্ডা বলে খবর। তৃণমূল সরকারের সকল ব্যর্থতা ও দুর্নীতির কথা লেখা থাকবে এই লিফলেটে বলে জানা গিয়েছে। পরদিনই নাড্ডা পৌঁছে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে।

আরও পড়ুনঃ উল্টোডাঙ্গায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ছিঁড়ে ফেলা হল সরকারি নথি

বিজেপির দাবি, চলতি মাসের শুরুতে এইভাবে কেন্দ্রীয় সভাপতির জোড়া আক্রমণে নাজেহাল হবে তৃণমূল। এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব নাড্ডার এই আগমনকে গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে ভিন রাজ্যের এই নেতাকে দিয়ে এই প্রচার করে লাভ হবে না বিজেপির।

শনিবার গজেন্দ্র সিং শেখাওয়াত, মনসুর এল মান্ডভিয়া ও অর্জুন মুন্ডার মতো তিন কেন্দ্রীয় নেতা বাংলায় বিজেপি দলের কর্মসূচিতে হাজির ছিলেন। আগামী দিনেও আরো কেন্দ্রীয় নেতাকে সারা রাজ্যে বিভিন্ন পাড়ায় এই লিফলেট বিলি করতে দেখা যাবে বলে জানা গিয়েছে। রাজ্য বিজেপি সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মঙ্গলবার ভবানীপুরের কোনো একটি পাড়ায় লিফলেট বিলি করবেন নাড্ডাজী।”

আরও পড়ুনঃ দুয়ারে সরকার কাজে বাধার অভিযোগ বাম কো-অর্ডিনেটরের

নাড্ডাকে দিয়ে মমতার পাড়ায় এই লিফলেট প্রচারকে কটাক্ষ করেছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, “নাড্ডাজী বাংলা বলতে পারেন না। আর মমতার সঙ্গে ওই পাড়ার যোগাযোগ অনেক গভীরে। বাইরের লোককে ওই পাড়ার বাসিন্দারা সম্ভাষণ জানালেও ভোটের সময়ে মনে রাখবেন না।

এই বাসিন্দাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ সারা বছরই থাকে। তাই রাজনৈতিক ভাবে এই কর্মসূচিতে বিজেপির কোনো লাভ নেই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here