নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে পুলিশের বাইক চেকিং কে কেন্দ্র করে গতকাল পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধস্তাধস্তি হয় । এরপরেই এদিন পুলিশি হয়রানির প্রতিবাদে মুরালিগঞ্জ হাইস্কুল মাঠে স্থানীয়রা নিজেরাই বৈঠক করল।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধাননগর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান পীযূষ সিং সহ স্থানীয়রা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধাননগর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান পীযুস সিং বলেন যে, “পুলিশ যেভাবে সাধারণ খেটে খাওয়া মানুষদের উপর হয়রানি করিয়ে ফাইন করছে তা মোটেও কাম্য নয়।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুর জেলায় সিভিল ডিফেন্স ডে উদযাপন
আমরা চাই যে পুলিশ চেকিং করুক। সেটাতে আমাদের কোন আপত্তি নেই। আমরাও জানি পুলিশ হেলমেট পড়তে বলে আমাদের নিজেদের সুরক্ষার কথা ভেবেই। সরকারি নিয়ম মোতাবেক ফাইন করুক। কিন্তু দেখা যাচ্ছে যে বাইকের যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও ফাইন করেই যাচ্ছে।
আরও পড়ুনঃ ট্যাবাগেড়িয়া ফেরিঘাটে সেতু নির্মাণের দাবিতে মিছিল
এমনকি বেশ কয়েকজনকে মারধোর করেছেন। তবে রুরাল ডিএসপি আমাদের সাথে কথা বলেন। দেখি কথা বলে কোন সুরাহ হয় কি না। আর যদি কোন সুরাহা না হয় তাহলে আমারা বৃহত্তর আন্দোলনে নামবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584