৯ দিন পরে খুলছে ঝাড়গ্রামের জুবিলি বাজার

0
20

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

গ্রিন জোন ঝাড়গ্রাম জেলায় জনজীবন স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। এবার প্রায় ৯ দিন সিল থাকার পরে খুলে দেওয়া হচ্ছে ঝাড়গ্রাম শহর তথা জেলার প্রধান জুবিলি বাজার। গত ৯ মে জুবিলি বাজারের এক দোকান-কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় বাজারটি সিল করে দিয়েছিল পুলিশ।

Jubili market \ newsfront.co
নিজস্ব চিত্র

তারপর থেকে জুবিলি বাজারের একটি বড় অংশে সর্বসাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছিল।জুবিলি বাজারের বেশ কিছু ব্যবসায়ী মহকুমার শাসকের কাছে বাজার খোলার জন্য আবেদন জানান। ব্যবসায়ীরা জানান, ‘সবুজ জেলায় যখন বেশিরভাগ দোকানপাট খুলেছে, টোটো চলছে জনজীবন স্বাভাবিক রয়েছে। তাহলে জীবাণুমুক্ত করে বাজারে কেন তারা দোকান খুলতে পারবেন না?’ ওই ব্যবসায়ীদের আবেদন বিবেচনা করে শর্তসাপেক্ষে বাজার খোলার সিদ্ধান্ত নেয় পুরসভা।

আরও পড়ুনঃ বৃহন্নলাদের পাশে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন

মহকুমাশাসক তথা পুরসভার প্রশাসক সুবর্ণ রায় জানিয়ে দেন, ‘বেশ কিছু শর্তবলী মেনে জুবিলি বাজার খুলবে। বাজারে সীমিত সংখ্যক লোকজন প্রবেশ করতে পারবেন। এজন্য বাজারের বিভিন্ন প্রবেশপথে ‘গার্ড রেল’ বসিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করবে পুলিশ। সাইকেল বা মোটর বাইক নিয়ে বাজারে ঢোকা যাবে না।

পায়ে হেঁটে খুব অল্প সংখ্যক লোকজন ঢুকবেন এবং দোকানে কেনা কাটার পর তাঁদের ফিরে আসতে হবে। প্রতিটি দোকানে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে হবে। দোকানের ব্যবসায়ী এবং ক্রেতা সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কোনও ক্রেতাকে কোনোভাবেই সামগ্রী বিক্রি করা যাবে না। মাস্ক ছাড়া কেউ বাজারে প্রবেশ করতে পারবেন না।

এছাড়াও প্রত্যেক দোকানে স্যানিটাইজার রাখতে হবে এবং ক্রেতা ও বিক্রেতা যেকোনো কেনাবেচার সময় স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন। দোকানগুলি খোলার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম পালন করতে হবে।’ জানা গিয়েছে সরকারি নির্দিষ্ট সময় মেনেই দোকানগুলি সীমিত সময়ের জন্য খোলা যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here