নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
দীর্ঘ ছ’মাস পর খুলতে চলেছে ঝাড়গ্রামের ‘জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক’। অক্টোবর মাসের শুরুতেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই পার্ক। তাই খোলার আগে জুওলজিক্যাল পার্ককে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। একাধিক এনক্লোজার ও বসার জায়গা সংস্কার করা হয়েছে।
টিকিট বিক্রিতেও আনা হয়েছে পরিবর্তন। কাউন্টার থেকে আর টিকিট পাওয়া যাবে না। অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে হবে পর্যটকদের। জানা গিয়েছে, ২ অক্টোবর থেকে এই পার্ক চালু হবে।ঝাড়গ্রাম শহর থেকে তিন কিলোমিটার দূরে ধবনী বিটে ২৫ হেক্টর জায়গাজুড়ে রয়েছে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কটি।
এই পার্ক ঝাড়গ্রামবাসীর কাছে ‘ডিয়ার পার্ক’ নামেই বেশি পরিচিত। মাস্টার প্ল্যান করে চিড়িয়াখানাটিকে জুওলজিক্যাল পার্কে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এজন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ হয়।করোনার জেরে গত মার্চ মাস থেকে চিড়িয়াখানাটি বন্ধ রয়েছে। তাই নতুন করে চিড়িয়াখানা খোলার আগে হায়না, হুড়া, জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, বাঁদর, হনুমানের এনক্লোজারগুলিতে রেলিং দেওয়া হয়েছে।
পাঁচটি কালভার্ট তৈরি করা হয়েছে। প্রতিটি এনক্লোজার ঠিক করা হয়েছে। বাচ্চাদের জন্য আরও দোলনা ঝোলানো হয়েছে। পশুপাখির জন্য একটি কোয়ারেন্টাইন এনক্লোজার তৈরি করা হয়েছে। সেখানে গর্ভবতী পশু ও অসুস্থ পশুদের রেখে চিকিৎসা করা হবে। গোটা চিড়িয়াখানা চত্বর পরিষ্কার করা হয়েছে। ভালুকের জন্য নতুন করে গুহা ও দোলনা বানানো হয়েছে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে চারা তৈরির প্রশিক্ষণ শিবির ও বীজ বপন কর্মসূচি
জানা গিয়েছে, চিড়িয়াখানার টিকিট অনলাইনে দেওয়া হবে। সেজন্য একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হেলোইচ্চি বলেন, “আগামী ২ অক্টোবর থেকে জুওলজিক্যাল পার্ক খোলা হবে। এবার অনলাইনে টিকিট কাটতে হবে। এবার থেকে চিড়িয়াখানা মাঝেমধ্যেই স্যানিটাইজ করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584