বিসর্জনে পুলিশি নির্যাতনের অভিযোগে উত্তাল ফলতা

0
94

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

বিসর্জনকে কেন্দ্র করে পুলিশ জনতার খন্ডযুদ্ধে উত্তাল ফলতার হাসিমনগর। আহত দশ থেকে বারোজন গ্রামবাসী।অভিযোগ বানেশ্বরপুর যুবসমাজ ক্লাবের জগদ্ধাত্রী বির্সজন ছিল বুধবার রাতে,সেই বির্সজনে গ্রামবাসিরা মাইকচালিয়ে বির্সজন করতে গেলে ফলতা থানার পুলিশ বাধা দেয়।পরে দুই পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ।

পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা।নিজস্ব চিত্র

গ্রামবাসিদের দাবি মাইক বন্ধ করতে বলে বেধড়ক মারতে শুরু করে পুলিশ।লাঠিচার্জে ছড়িয়ে ছিটিয়ে পালাতে থাকে গ্রামবাসিরা।বাদ যায়নি মহিলারাও।ডায়মন্ড হারবার এসডিপিও’র নেতৃত্বে এই লাঠিচার্জ করা হয় বলে দাবি।

attack
পুলিশি আক্রমণের চিহ্ন।নিজস্ব চিত্র

পরে র‍্যাফ ও ফলতা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।পুলিশি অত্যাচারের প্রতিবাদে ১১৭নং জাতীয় সড়ক অবরোধ করেন শতাধিক গ্রামবাসী।

নিজস্ব চিত্র

বেশ কয়েকদিন আগে ডায়মন্ড হারবার থানায় বির্সজন ঘিরে পুলিশ মদ চাওয়া সংর্ঘষ বাধে। তার রেশ কাটতে না আবারও এমন ঘটনা।সামাজিক উৎসব ঘিরে পুলিশি নির্যাতন নিয়ে উঠছে প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here