নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
নিম্নমানের রেশনের চাল দেওয়ার অভিযোগে সরব হলেন বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার মানুষরা। বাঁকুড়া রাইপুর ব্লকের নতুনগড় ও রায়পুর বাজারের রেশন দোকানে কেন্দ্রীয় সরকারের চাল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসী থেকে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতারা। কেন্দ্রের তরফে নিম্নমানের চাল দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ করছেন স্থানীয় মানুষরা।
এফসিআই গোডাউন থেকে আসা চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। কেন্দ্র সরকারের পাঠানো চাল খাওয়ার অযোগ্য বলে তাদের অভিযোগ। লকডাউন পরিস্থিতিতে খুব কষ্টের মধ্যে এই খাবার অযোগ্য চাল তাদের খেতে হচ্ছে বলে গ্রামবাসীরা জানান। রাজ্যের পাঠানো চাল ভালো কিন্তু কেন্দ্র সরকারের পাঠানো চাল অতটাও ভালো নয় বলে জানিয়েছেন রেশন ডিলার।
আরও পড়ুনঃ শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি ধান চাষে
বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, ‘কেন্দ্র সরকারের পাঠানোর চাল অত্যন্ত নিম্নমানের। এই চাল সাধারণ মানুষের খাবার অযোগ্য।’ এদিন বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তিনি। বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে কোন রাজনীতি না করে জঙ্গলমহলের মানুষকে ভাল চাল দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র।’ জঙ্গলমহল এলাকায় ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা দেখার আবেদন জানান এদিন।
তবে এই অভিযোগ মানতে নারাজ বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাক্তার সুভাষ সরকার। তিনি বলেন, ‘তৃণমূলের পেটোয়া রেশন ডিলারকে দিয়ে এইসব মিথ্যে কথা বলানো হচ্ছে। রাজ্য সরকারের চাল বলে কোন চাল নেই। যে রেশনের চাল দেওয়া হয় সেটা কেন্দ্রীয় সরকার নিয়মিত চাল দেয়। ২৭ টাকা কেন্দ্র সরকার দেয় এবং ৩ টাকা রাজ্য সরকার দেয়। তাই তৃণমূল নেতৃত্ব কখনো বলতে পারে না এটা রাজ্য সরকারের চাল। এফসিআই গোডাউন থেকে কেন্দ্রের পাঠানো চাল বেরোনোর পর যদি খারাপ বেরোয়, তাহলে তার দায় রাজ্য সরকার, তৃণমূল নেতৃত্বের এবং জেলা প্রশাসনের।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584