কয়েক ঘন্টার অপেক্ষা উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের

0
163

নিউজডেস্ক,কলকাতাঃ-

রাত পোহালেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট।স্কুল জীবন শেষ করে এক নতুন জীবনের প্রতীক্ষায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী।২০১৮ সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।নিম্নলিখিত ওয়েবসাইট গুলির মাধ্যমে আগামীকাল সকাল ১০ টায় আনুষ্ঠানিক ফল ঘোষনার পর পরীক্ষার্থীরা তাদের ফল দেখতে পাবেঃ

wbresults.nic.in,highersecondaryres.htm, wbhsres.htm, www.exametc.com, www.knowyourresult.com, wb12.knowyourresult.com, www.indiaresults.com, www.schools9.com, www.manabadi.com, www.examresults.net, www.westbengaleducation.net, www.results.westbengaleducation.net, www.resultsout.com

এছাড়াও এসএমএসে ফলাফল জানতে SMS WB 12 স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 56263 নম্বরে।তাহলেই পাল্টা এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানা যাবে।

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে শেষ হয়েছিল । পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,২৬, ০২৬ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here