ওয়েবডেস্কঃ-
কেরালার আয়াপ্পার সবরিমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সের নারীদের প্রবেশ অধিকার ছিল না।১০ থেকে ৫০ বছরের মহিলারা ঋতুমতী হওয়ায় এই নিয়ম।প্রবেশাধিকারের নিয়ম অনুযায়ী মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে মহিলাদের ৪১ দিনের একটি নির্দিষ্ট আচার ব্যবহারের মধ্য দিয়ে যেতে হতো। যেটা যেটা ঋতুমতীদের পক্ষে বাধা ছিল।
সেই প্রথাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দের সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস দিপক মিশ্রের নেতৃত্বে জাস্টিস এএম খানওয়ালিকার , জাস্টিস আর নরিম্যান, জাস্টিস ডি চন্দ্রচূড় ও জাস্টিস ইন্দু মালহোত্রার বেঞ্চ।
পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে সংখ্যাধিক্য অনুযায়ী শুক্রবার সুপ্রিম কোর্ট সব বয়সের মহিলাদেরই সবারিমালা মন্দিরে প্রবেশ করার অনুমতি দেয়। কিন্তু এই বেঞ্চের একমাত্র মহিলা বিচারপতি ইন্দু মালহোত্রা অসম্মতি জানান। তাঁর মতে প্রত্যেক ধর্মেরই নির্দিষ্ট কিছু রীতিনীতি আছে এবং ধর্মীয় অধিকার মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাই তিনি প্রায় ৫৩ বছর ধরে চলে আসা এই প্রথায় হস্তক্ষেপ করতে চাননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584