এসএমএস, এটিএম-এ রিচার্জের সুযোগ

0
104

নাজমুল আলম, টেকডেস্কঃ

এয়ারটেল ভোডাফোন এবং রিলায়েন্স জিও ব্যবহারকারীরা এখন এটিএম এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন। সপ্তাহ খানেক আগে জিও এই সুবিধার কথা ঘোষণা করেছিল এখন এয়ারটেল ও ভোডাফোনেও এখন এই সুবিধা পাওয়া যাবে।

recharge | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এবিষয়ে সুবিধা দেওয়ার জন্য এয়ারটেল এইচ ডি সি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। অন্যদিকে ভোডাফোন আইসিআইসিআই, এইচএফডিসি, অ্যাক্সিস, এসবিআই, আইডিবিআই, সিটিব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সঙ্গে এবং জিও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাংক, এইউএফ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রভৃতি ব্যাংকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।

আরও পড়ুনঃ বিশ্বব্যাপী ভেন্টিলেটর উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ ডিজাইনের ভেন্টিলেটর বানাচ্ছে মেডট্রোনিক

এখন দেখা যাক কিভাবে রিচার্জ সম্পন্ন হবে

১. প্রথমে এটিএম কার্ড প্রবেশ করাতে হবে
২. রিচার্জ অপশন সিলেক্ট করতে হবে
৩. মোবাইল নম্বর টেন্ডার করতে হবে( যেটা রিচার্জ হবে)
৪. রিচার্জ অ্যামাউন্ট এন্টার করতে হবে
৫. এটিএম পিন ইন্টার করতে হবে
৬. সমস্ত তথ্য দেওয়ার পরে ফাইনাল এন্টার বাটন চাপতে হবে
৭. সর্বশেষে রিচার্জ কনফার্মেশন মেসেজ আসবে

এটিএম রিচার্জ অপশন তারাই পাবেন যারা এ পর্যন্ত অনলাইন রিচার্জ অপশন ব্যবহার করেননি।

অন্যদিকে ভোডাফোন এসএমএস রিচার্জ অপশন নিয়ে এসেছে তার জন্য আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে সমঝোতা করা হয়েছে। এখন দেখা যাক কিভাবে এসএমএসের মাধ্যমে মোবাইল রিচার্জ করা যাবে।প্রথমে নিজের মোবাইল থেকে ৯৭১৭০০০০০২ অথবা ৫৬৭৬৮২-এই নং এ MOBILE লিখে পাঠাতে হবে। এরপর নির্দেশ অনুসরণ করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here