নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ, মমতাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা

0
77

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

নন্দীগ্রাম মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ।

Nandigram case

এর পাশাপাশি বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লক্ষ টাকা জরিমানাও করল কলকাতা হাইকোর্ট। বার কাউন্সিলে জমা দিতে হবে সেই টাকা। করোনা চিকিৎসায় সেই টাকা খরচ হবে। গত ২৪ জুন এই মামলার শেষ শুনানি হয়েছিল।

আরও পড়ুনঃ ফাদার স্ট্যান স্বামীর মৃত্যুতে দেশে-বিদেশে তুমুল সমালোচনার ঝড়, ড্যামেজ কন্ট্রোলে মালব্য

উল্লেখ্য, নন্দীগ্রামে নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে, এই অভিযোগে হাইকোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও ভোট গ্রহণের দাবিও জানান তিনি। কিন্তু সেই মামলার শুনানি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে উঠতেই তাতে ঘোর আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, বিচারপতি কৌশিক চন্দের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। তাই নিরপেক্ষ বিচার নিয়ে সংশয় প্রকাশ করে শাসকদল। এরপর হাইকোর্টে এই মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জিও জানায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here