ওয়েবডেস্কঃ
লোকপাল ও লোক আয়ুক্ত অ্যাক্টের বিজ্ঞপ্তির পাঁচ বছর পর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস পিনাকী চন্দ্র ঘোষ প্রথম লোকপাল চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন।
রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ জাস্টিস পিনাকী চন্দ্র ঘোষকে প্রথম লোকপাল চেয়ারপারসন হিসাবে নিয়োগ দেওয়া ছাড়াও জাস্টিস দিলীপ বি ভোসলে, জাস্টিস পি কে মোহান্তি, জাস্টিস অভিলাসা কুমারী ও জাস্টিস এ কে ত্রিপাঠীকে জুডিশিয়াল সদস্য হিসাবে রেখেছেন লোকপাল কমিটিতে। এছাড়াও দেশের প্রথম লোকপাল কমিটিতে স্থান পেয়েছেন দীনেশ কুমার জৈন, অর্চনা রামাসুন্দরম, মহেন্দ্র সিংহ ও ডঃ আই পি গৌতম।
President of India appoints Justice Dilip B Bhosale, Justice P K Mohanty, Justice Abhilasha Kumari and Justice AK Tripathi as judicial members. Dinesh Kumar Jain, Archana Ramasundaram, Mahender Singh, and Dr. IP Gautam appointed members. https://t.co/46XgM5XQTU
— ANI (@ANI) March 19, 2019
উল্লেখ্য, গত ৭ ই মার্চ সুপ্রিম কোর্ট লোকপাল ও লোকপালে নিয়োগের বিষয়ে আলোচনার জন্য প্রধান মন্ত্রীর নেতৃত্বাধীন সিলেকশন কমিটির সদস্যদের নিয়ে বৈঠকের জন্য ১০ দিনের মধ্যে সম্ভাব্য তারিখ জানানোর নির্দেশ দেয় অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালের মাধ্যমে । ঐদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চকে কেন্দ্রীয় সরকার জানায় যে প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই ইতিমধ্যেই বেশ কিছু নামের ৩ টি প্যানেল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সিলেকশন কমিটির কাছে সুপারিশ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584