নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে ভারতের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জাস্টিস এসএ বোবদে। পাশাপাশি শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Sharad Arvind Bobde sworn-in as 47th Chief Justice of India
Read @ANI Story | https://t.co/0NOGoon4Ey pic.twitter.com/GOR9lc5iNP
— ANI Digital (@ani_digital) November 18, 2019
আরও পড়ুনঃ কাশ্মীরে ধর্ষণের বদলে ধর্ষণের নিদান প্রাক্তন সেনা কর্তার
নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করে জাস্টিস বোবদে বার কাউন্সিল অফ মহারাষ্ট্রে তাঁর নাম প্রথম নথিভুক্ত করেন। তারপর ২১ বছর ধরে মুম্বই হাইকোর্টের নাগপুর বেঞ্চে চর্চা করেন।
১৯৯৮ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হন। তারপর ২০০০ সালে তিনি মুম্বই হাইকোর্টের সহ বিচারপতির পদে উন্নীত হন। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে তাঁর পদোন্নতি হয়। তাঁর মেয়াদ শেষ হবে ২০২১ সালের ২৩ এপ্রিল। পুট্টুস্বামী, অযোধ্যার মতো গুরুত্বপূর্ণ মামলার বিচারপতি ছিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584