পরিবেশ সচেতনতা শিবিরে জুট ব্যাগ বিতরণ

0
118

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Jute bag distribution at environmental awareness camp
নিজস্ব চিত্র

প্লাস্টিক মুক্ত শহর গড়তে আজকে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পরিবেশ সচেতনতা শিবির ও জুট ব্যাগ বিতরণ করা হলো।শহরবাসীর কাছে আবেদন করা হল তারা যেন পলি ব্যাগ ব্যবহার না করে এবং যেখানে সেখানে পলিব্যাগ না ফেলে।

Jute bag distribution at environmental awareness camp
মহকুমা শাসক দীননারায়ন ঘোষ।নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার প্রশাসক তথা এস ডি ও দীননারায়ন ঘোষ ও প্রাক্তন পৌরপিতা তথা জেলা পরিষদের মেন্টর প্রণব বসু এবং সমস্ত ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর।প্রত্যেক ওয়ার্ড এর চারজন করে মোট একশো জনকে এই জুট ব্যাগ প্রদান করা হয় এবং পরে পৌরসভার কর্মী প্রত্যেক ওয়ার্ডের সমস্ত বাড়িতে গিয়ে ব্যাগ প্রদান করে আসবে।

আরও পড়ুনঃ নারী ও শিশু পাচার রুখতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন

Jute bag distribution at environmental awareness camp
নিজস্ব চিত্র
Jute bag distribution at environmental awareness camp
নিজস্ব চিত্র

যে সমস্ত দোকানদার পলি স্টক করে রাখবে তাদেরকে ২৫০ টাকা ফাইন করা হবে একইসাথে যে সমস্ত ব্যক্তি হাতে করে পলি ব্যাগ নিয়ে যাবে তাদের জন্য ৫০ টাকা ফাইন করা হবে।অনুষ্ঠানের মূল কর্মসূচী হল পরিবেশকে প্লাস্টিক দূষণ মুক্ত করা।এখন দেখার বিষয় এই অনুষ্ঠানের পর মানুষের মনে কতটা সচেতনতা আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here