সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
প্রায় এক বিঘা জমি বন্ধক নিয়ে পাটের চাষ শুরু করেছিলেন জলঙ্গি থানার সাহেব রামপুর এলাকার খাইরুদ্দিন সেখ। সেই পাটের মাথা রাতের অন্ধকারে কেটে নেয় দুষ্কৃতিরা। জমির বাকি পাট পাহারা দিতে গিয়ে মৃত্যু হলো জমি মালিকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা যায় যে প্রতিদিনের মত শনিবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে যান খাইরুদ্দিন। সন্ধ্যার পরেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোক জন খোঁজাখুঁজি শুরু করেন। ইতিমধ্যে গ্রামের এক ব্যক্তি তাঁদের খবর দেন পাটের জমিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন খাইরুদ্দিন। দ্রুত সেখানে যান পরিবারের সদস্যরা। খাইরুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁরা স্থানীয় সাদি খাঁন দেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে, সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় খাইরুদ্দিন সেখের। ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানান পরিবার ও প্রতিবেশীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584