নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কৌশিক গাঙ্গুলি পরিচালিত বাংলা ছবি ‘জ্যেষ্ঠপুত্র’ মুক্তি পায় ২০১৯-এর ২৬ এপ্রিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী, দামিনী বেনি বসু অভিনীত এই ছবি দর্শকের কাছে ভালরকমের সমাদর পায়। এবার মিলল জাতীয় পুরস্কার।
৬৭ তম জাতীয় পুরস্কার বিতরণ উৎসবে ‘বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে’ এবং ‘বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর’-এর পুরস্কার মিলল এই ছবির। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
ওদিকে ‘বেস্ট স্ক্রিন প্লে’র পুরস্কার পেয়েছে সৃজিত মুখার্জির ‘গুমনামি’। করোনা ভাইরাসের কবলে পড়ে প্রায় এক বছরের বিলম্বে আজ ঘোষণা করা হল সেরার তালিকা। প্রতিবছর ৩ মে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণ পর্ব।
আরও পড়ুনঃ ত্রয়ী পরিচালনায় আসছে ‘থ্রি কোর্স মিল’, তারকা তালিকায় চমক!
বলা বাহুল্য, ৬৭ তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাড়া ফেলল বাংলা চলচ্চিত্র। সেরা হিন্দি ফিচার ফিল্মের শিরোপা পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিঁচোড়ে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584