জ্যোতিবাবু রাজনৈতিক জীবনে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে বিন্দুমাত্র আপস করেননিঃ জামির মোল্লা

0
116

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলন তথা ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র জ্যোতি বসু। দেশের প্রখ্যাত বাম রাজনীতিক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আজ ১০৭তম জন্মদিবস।

Jyoti Basu Birth Anniversary
নিজস্ব চিত্র

১৯১৪ সালের ৮ জুলাই, আজকের দিনেই কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি৷ তাঁর জন্ম দিবস সারা রাজ্য জুড়েই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। বৃহস্পতিবার জননেতা স্মরণে সারা রাজ্যের পাশাপাশি এদিন জননেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় নবগ্রাম সিপিআইএমের দপ্তর মুজাফফর আহমেদ শতবর্ষ ভবনে। এখানে তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধায় স্মরণ করেন পার্টি নেতা কমরেডরা। নবগ্রামে রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ মানবাধিকার কর্মীদের ভূমিকাকে সম্মান করা উচিত, স্ট্যান স্বামীর মৃত্যু প্রসঙ্গে আমেরিকা

এছাড়াও সালার, কান্দি, ভরতপুর এবং বহরমপুরে রাজনৈতিক আলোচনা শিবিরের আয়োজন করা হয়। প্রসঙ্গত বিধানসভায় শূন্য কর্মীদের অনেকেই হতাশ! তাই তাদের মনোবল বৃদ্ধি করতে জ্যোতিবাবুর জীবনচর্চা অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ করোনা সচেতনতা প্রচারে পাঁচ বছরের বেলুন বিক্রেতার ভিডিওতে আপ্লুত নেটদুনিয়া

এদিন কমরেড জামির মোল্লা বলেন, “বিশ শতকের ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র হলেন জ্যোতি বসু। প্রায় শতাব্দীকাল তার রাজনৈতিক কর্মপ্রবাহমানতা কেবল ভারতীয় রাজনীতিতেই একটা মাত্রা যোগ করেনি, দক্ষিণ এশিয়া জুড়ে বামপন্থী চেতনার বিকাশে তার অবদান ঐতিহাসিক। জওহরলাল নেহেরুর পর ভারতে জ্যোতি বসুর মতো যথার্থ ধর্মনিরপেক্ষ রাজনীতিক আর কেউ ছিলেন না। সুবিধাবাদের আশ্রয় নিয়ে, নিজের দলকে সংসদীয় রাজনীতিতে সুবিধা পাইয়ে দেওয়ার তাগিদে জ্যোতিবাবু তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে বিন্দুমাত্র আপস করেননি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here