উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
নিজেদের দলের কর্মীদের উজ্জীবিত করতে কখনও কখনও বেলাগাম মন্তব্য করে তৃণমূল বা পুলিশকে নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাদ যাচ্ছেন না মন্ত্রীরাও। ভোটের মুখে ফের এধরনের মন্তব্য করে বিতর্কে দিলীপ ঘোষ।
বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে এবার ব্যাঙ্কশাল আদালতে মামলা করলেন খোদ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর হুঁশিয়ারি, ‘প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে যাচ্ছে। যে মন্তব্য কারও করা উচিত নয়। আমি ধারাবাহিকভাবে মামলা করে যাব। দেখতে চাই ওর কত দম আছে।’
ফোনে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, “উনি বলছেন জামা প্যান্ট খুলে নেব রাস্তায়। আমাদের চোর বানাচ্ছেন, ‘চালচোর’ও বলছেন। বলছেন, যেখানে দাঁড়াবে, হারিয়ে দেব। যে কথাগুলি বলছেন, সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। নগর দায়রা আদালতে গিয়েছি। ২০ নম্বর ঘরে হলফনামা দিয়েছি। কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, রাজনৈতিক দলের সভাপতি এমন মন্তব্য করতে পারেন না।”
আরও পড়ুনঃ ভাইপোর বিয়েতে কী কেডি সিং উপস্থিত ছিলেন- প্রশ্ন সুজন চক্রবর্তীর
উল্লেখ্য, ভোটের মুখে তৃণমূল-বিজেপি তরজায় সরগরম রাজ্য রাজনীতি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেই আইনি নোটিশ পাঠান দিলীপ ঘোষ। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, দিলীপ ঘোষ সহ কয়েকজন বিজেপি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারেবারেই ‘ভাইপো’ বলে সম্বোধন করছেন। তবে বিষয়টি মোটেই ভালভাবে নেননি ডায়মন্ডহারবারের সাংসদ।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পরিবারেও কী ফুটবে পদ্ম! আমি নিজেও জানি না- উত্তর কার্তিকের
তিনি বলেছেন, যদি তাঁকেই উদ্দেশ্য করে কিছু বলা হয়, তবে বিজেপি নেতৃত্ব যেন তাঁর নাম ধরে তা বলেন। বস্তুত, নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেন যে, তিনি বিজেপি নেতৃত্বের কারও নামে কিছু বলতে হলে নাম ধরেই বলবেন। এবং সেখানে অন্য কয়েকজন বিজেপি নেতার কথা বলতে গিয়ে দিলীপকে অভিষেক ‘গুন্ডা’ এবং ‘মাফিয়া’ বলে উল্লেখ করেন। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠান দিলীপ। যদিও দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584