মোদি-শা’র সঙ্গে দেখা করার পরই কংগ্রেস থেকে ইস্তফা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

0
533

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকট চরমে পৌঁছাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বেরিয়ে এসেই কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন  জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে জানা গেছে তিনি তাঁর ইস্তফাপত্র সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়ে দেন। অপরপক্ষে কংগ্রেসও দল বিরোধী কাজের জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দল থেকে বহিষ্কার করে।

 

সোমবার গভীর রাতেই  সরকার বাঁচানোর জন্য শেষ পর্যন্ত মন্ত্রিসভা ভেঙে  দেন কমলনাথ। উদ্দেশ্য ছিল জ্যোতিরাদিত্য ঘনিষ্ঠ, ক্ষুব্ধ ও বেপাত্তা প্রায় ২০ জন বিধায়ককের মধ্যে কিছু জনকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার বার্তা পাঠানো।

আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে মধ্য প্রদেশ কংগ্রেসের দ্বন্দ্ব শুরু হয়, যা বর্তমানে সঙ্কটে পরিণত হয়েছে।গত বিধানসভা নির্বাচনে ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে ১১৪ টি আসন পায় কংগ্রেস। বিজেপি দখলে থাকে ১০৭টি। সেখান থেকে বিএসপি’র ২জন , সপার ১জন ও ৪ জন নির্দল বিধায়কের সমর্থন নিয়ে কমলনাথের নেতৃত্বে সরকার গড়ে কংগ্রেস। আশঙ্কা করা হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার  ইস্তফার ফলে  কমলনাথ সরকারের পতন অনিবার্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here