নিজস্ব প্রতিবেদক, কলকাতা:
জীবনের সুখ, দুঃখ, যন্ত্রণা, চাওয়া-পাওয়া কিংবা না পাওয়ায় যে অনুভূতির জন্ম দেয় আমাদের মস্তিষ্ক, বর্ণমালার গাঁথুনিতে সেই অনুভূতির প্রকাশ পায়, হয়ে উঠে কবিতা। আর গত বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দনে প্রখ্যাত, অখ্যাত কবি এবং আবৃত্তিকারদের নিয়ে বৈঠকে আড্ডার সঙ্গে গান, আঁকা এবং বির্তক যুক্ত হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য।সেখানে কবিরা নিজেরই পড়েছেন নিজেদের কবিতা, কেউ আবার কোনও কবির মুখ থেকেই তাঁর আবৃত্তি করা কবিতা টেনে নিয়ে নিজেই আবৃত্তিও করে শুনিয়েছেন।তা নিয়েই শুরু দর্শকসারিতে তর্ক, বির্তক।
এই আয়োজনে কলকাতা, শহরতলি কিংবা জেলা শহর থেকে পরিচিত, অপরিচিত কবি, আবৃত্তিকার কিংবা কবিতা প্রেমিরা সমবেত হন জানান কবিতা একাডেমির চেয়ারম্যান কবি সুবোধ সরকার।এই অনুষ্ঠানে উপস্থিত প্রখ্যাত চিত্রশিল্পী শুভা প্রসন্ন বললেন, “কবিতা চিরদিন থাকবে। কবিতার প্রাসঙ্গিকতা নিয়ে ঝুঁকি নেই”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584