নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কথা রাখলো সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাব্য ও কলা। কদিন আগেই ‘করোনা’ ভাইরাস মোকাবিলা জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দান করেন মেদিনীপুর শহরের অন্যতম বাচিক সংস্থা ‘কাব্য ও কলা’।
তখনই তাঁরা জানিয়েছিলেন তাঁরা দুঃস্থ মানুষদের জন্য আরও কিছু করার চেষ্টা করবেন। যেমন কথা তেমন কাজ, তাই বুধবার কাব্য ও কলার প্রতিনিধিরা চাল, আলু, মুড়ি, পাউডার দুধ, চানাচুর ইত্যাদি খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যান মেদিনীপুর শহরের ২২ নং ওয়ার্ডে কামার পাড়াতে।
আরও পড়ুনঃ সবেবরাত অনুষ্ঠান বাড়িতে পালন করার আবেদন মেদিনীপুর টাউন মুসলিম কমিটির
সেখানে ৭৫ টি পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন কাব্য ও কলা পরিবারের গোপা ব্যানার্জি, মিঠু দাস এবং কর্ণধার চিত্তরঞ্জন দাস। তবে এই পরিবারে তাঁদের উদ্যোগকে সাহায্য করতে এগিয়ে আসেন বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী সুব্রত মহাপাত্র মহাশয় এবং শিক্ষক ও চিত্রশিল্পী নরসিংহ দাস। চিত্তরঞ্জন বাবু এবং সুব্রত বাবু সচেতন থাকার পরামর্শ দেন দুঃস্থ মানুষদের।
পাশাপাশি কাব্য ও কলা পরিবারের অন্যতম কর্ণধার চিত্তরঞ্জন দাস বলেন, ‘সংস্কৃতি চর্চার সাথে সাথে এই সংকট কালে দুঃস্থ মানুষের সেবা করাই আমাদের পরিবারের চরম লক্ষ্য ও ধর্ম।’
তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মেদিনীপুর সদরের মহকুমা শাসক দীন নারায়ণ ঘোষ , শুভাকাঙ্ক্ষী পার্বতী শঙ্কর ব্যানার্জি সহ ব্যানার্জি পরিবারের সকল সদস্য সদস্যাদের।এমনকি কাব্য ও কলা পরিবারের শুভাকাঙ্ক্ষী এবং সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদেরও তিনি এদিন ধন্যবাদজ্ঞাপন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584