কলকাতায় মেদিনীপুরের ‘কাব‍্য ও কলা’

0
197

নিজস্ব প্রতিবেদক,কলকাতাঃ

কলকাতায় বাজিমাত করলেন মেদিনীপুরের শিল্পীরা।কলকাতার হৃদয় জিতলেন মেদিনীপুরের সাংস্কৃতিক সংস্থা ‘কাব্য ও কলা’র একঝাঁক উদীয়মান শিল্পী।তাঁরা তাঁদের আবৃত্তি ও শ্রুতি নাটকে মোহিত করলেন শ্রোতাদের।সম্প্রতি কলকাতার কিছু কবিতা প্রেমী সংস্কৃতিমনস্ক ব‍্যক্তিবর্গের সহযোগিতায় কলকাতার নন্দন চত্বরের বাংলা আকাদেমি সভাঘরে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল মেদিনীপুরের পরিচিত সাংস্কৃতিক সংগঠন ‘কাব্য ও কলা’।

নিজস্ব চিত্র

কবিতা আর শ্রুতি নাটকের জাদুমন্ত্রে হল ভর্তি মানুষজনদের তাক লাগিয়ে দিলেন মফস্বলের শিল্পীরা।এটি ছিলো কাব‍্য ও কলার এই ধরনের দ্বিতীয় প্রয়াস।জাতীয় পতাকায় পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানটির উদ্বোধন করেন স্বনামধন্য বাচিক শিল্পী কাজল সুর।তিনি কাব্য ও কলা’ র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।তাঁর কথায়,’আবৃত্তি শিল্পের প্রতি মফস্বলের শিল্পীদের নিষ্ঠা ও একাগ্রতাকে আমি কুর্নিশ জানাই।’ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিমনস্ক উদ‍্যোগপতি স্পন্দন গ্রুপ অব্ কোম্পানির ডাইরেক্টর পার্থ মণ্ডল,প্রখ্যাত সাহিত্যিক ও লালন গবেষক শ্রী বরুণ চক্রবর্তী,প্রাক্তন পুলিশ অফিসার তথা লেখক অরিন্দম আচার্য,বিশিষ্ট সংগীত শিল্পী ঝিমলি চক্রবর্তী ও সঙ্গীতশিল্পী সোনালী গাঙ্গুলী প্রমুখ বিশিষ্ট জনেরা।অতিথি শিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশ নেন শিপ্রা নাগ,ইলা পাল,মৌলি বণিক, মানসী সাধুখাঁ, মৌসুমী চ‍্যাটার্জী,কাবেরী ঘোড়াই,ঈশিকা চ‍্যাটার্জী।অতিথি সংস্থা হিসেবে অনুষ্ঠানে অংশ নেয় হুগলীর ‘মৌলী উত্তরপাড়া” ও বারাসাতের’শাল পিয়াল ‘।সঞ্চালনা করেন কবি, বাচিক শিল্পী ও সঞ্চালক শ্রী অমিত চক্রবর্তী।তিনি বলেন, এমন মনোজ্ঞ অনুষ্ঠান তিনি বহুদিন দেখেন নি।মফস্বলের শিল্পীদের এই ধরনের চর্চা ও উপস্থাপনা তাঁকে মোহিত করেছে।দর্শক আসন ছিলো প্রথম থেকে শেষ পর্যন্ত কানায় কানায় পূর্ণ।আয়োজক সংগঠনের পক্ষে অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় ছিলেন বাচিক শিল্পী চিত্তরঞ্জন দাস,তাঁকে সহযোগিতা করেন রত্না দে।’কাব্য ও কলা’র কর্ণধার চিত্তরঞ্জন বাবুর কথায়, “গ্রাম বাংলার সংস্কৃতিকে সমগ্র রাজ‍্যসহ ভারতবর্ষের সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়াই হল তাঁদের প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।”

নিজস্ব চিত্র

তিনি আরো জানান, মানুষের সুন্দর মন ও সুস্থ মানসিকতা বিকাশের লক্ষ্যে নিয়ে কাব‍্য ও কলা এগিয়ে যাবে। অনুষ্ঠানটিকে অন‍্য মাত্রায় পৌঁছে দেয় আশীষ ঘোষ সংযোজিত মনোজ্ঞ আবহ।প্রতিটি দর্শক, অতিথি ও কবিতা প্রেমী মানুষেরা’কাব্য ও কলা’ র ভূয়সী প্রশংসা করেন।দর্শক ও শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here