ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
সিএএ বিরোধী আন্দোলনে হেট স্পিচ অর্থাৎ ঘৃণা বক্তব্য দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। পাঠানো হয় আদালতে। কিন্তু আশ্চর্যের ব্যাপার আলিগড় আদালত থেকে জামিন পাওয়ার পর ৩৬ ঘণ্টা পার হয়ে গেলেও তিনি এখনও ছাড়া পাননি। তিনি আর কেউ নন -শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর কাফিল খান।
তবে শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে কারণ আলীগড় কোর্টের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশাল মেসেঞ্জার পাঠিয়ে মথুরা জেল কর্তৃপক্ষকে তাঁর মুক্তির ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
কাফিল খানের আইনজীবী দাবি করেছেন যে পুলিশ ও জেল কর্তৃপক্ষ তার মক্কেলকে বিনা কারণে হেনস্তা করছে। তিনি সংবাদ সংস্থাকে জানান,”মুক্তির আদেশনামা জেল কর্তৃপক্ষের কাছে গিয়ে হাতে ধরিয়ে দিলেও তারা সেটা নিশ্চিত হওয়ার নাম করে গ্রহণ করতে রাজি হয়নি।”
তার আইনজীবী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন যে জামিন পাওয়া এবং গ্যারান্টার ভেরিফিকেশনের পরও তার মক্কেল ৩৮ বছর বয়সি হার্টের রোগী ডাক্তার কাফিল খানকে ছাড়েনি জেল কর্তৃপক্ষ।
এই আবেদনের পরেই আলীগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মথুরা জেল সুপারিনটেনডেন্টকে ডক্টর কাফিল খান এর মুক্তির ব্যাপারে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। বিশেষভাবে উল্লেখ্য গত ১০ তারিখেই তাঁর বেল আবেদন গ্রাহ্য হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584