উলুবেড়িয়ায় মহম্মদ রফির গান গেয়ে গণবিবাহের আসর মাতালেন কৈলাস

0
86

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

marriage | newsfront.co
কোলাজ চিত্র

বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। বর্তমানে রাজনীতিতে প্রকাশ্য মঞ্চে চলছে অশ্লীল ও খারাপ কথার ব্যবহার এমন পরিস্থিতিতেই একটু অন্যরকম পরিবেশ তৈরি হল হাওড়ার উলুবেড়িয়ায়। একটি গণবিবাহের অনুষ্ঠানে মাইক হাতে ভাষণের বদলে সুরেলা কণ্ঠে গান গাইতে শুরু করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। জানা গেছে, বাগনানের রথ ইউনাইটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল একটি গণবিবাহের অনুষ্ঠান। সেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান ধর্মের ২০১ জোড়া পাত্র-পাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়।

সঙ্গে আরেক বিজেপি নেতা সৌমিত্র খাঁ’ও। অনুষ্ঠানে এক কন্যার সম্প্রদানও করেন কৈলাস বিজয়বর্গীয়। এরপরই বক্তব্য রাখতে গিয়ে কন্যাদানের গুরুত্ব বোঝান। তারপর জানান, সৌমিত্র খাঁ তাঁকে গান শোনানোর অনুরোধ করেছেন। সেই অনুরোধ রেখেই শুরু করেন “বাবুল কি দুয়াই লেকে যা…” গানটি।১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‘নীল কমল’ সিনেমায় অভিনয় করেছিলেন মনোজ কুমার, ওয়াহিদা রহমান ও রাজ কুমার। রবি শংকর শর্মার সুরে সেই ছবিতেই এই গানটি গেয়েছিলেন মহম্মদ রফি।

গানের কথা লিখেছিলেন সাহির লুধিয়ানভি। পেশাদার গায়কের মতোই গেয়েছেন বিজেপি নেতা। মাঝে আবার কথার অর্থও বুঝিয়ে দেন। তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হন উপস্থিত জনতা। গান শেষ হওয়ার আগে থেকেই হাততালি পড়তে থাকে।

আরও পড়ুনঃ দু-দিনের ক্যারাটে প্রশিক্ষণ শিবির জিয়াগঞ্জে

এবারে সপ্তম বর্ষে পা দিল বাগনানের রথ ইউনাইটেডের এই গণবিবাহের অনুষ্ঠান। এদিন ২০১ জোড়া দম্পতির জন্য উপহার পাঠানোর আশ্বাসও দেন কৈলাস বিজয়বর্গীয়। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সমাজসেবী প্রেমাংশু রানাকেও তিনি শুভেচ্ছা জানান। কার্যত সকলের মন জয় করে নেন বিজেপি নেতা। তিনি জানান, এই ধরনের অনুষ্ঠান যদি কলকাতায় হতো, তাহলে অনেক বেশি প্রচার হতো। কিন্তু গ্রামে হচ্ছে বলে প্রচার হয়তো বেশি পায় না। এই ধরনের অনুষ্ঠান যাতে আরও বেশি করে প্রচার পায়, সেই দায়িত্ব সংবাদমাধ্যমকে নেওয়ার আবেদন জানান বিজেপি নেতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here